কলকাতা: ৭ সেপ্টেম্বর থেকে শুরু সিএবির বেঙ্গল টি টোয়েন্টি চ্যালেেঞ্জ| আগামী ৪ সেপ্টেম্বর খেলোয়াড়দের ড্রাফ্টিং| বৃহস্পতিবারই ছয় ফ্র্যাঞ্চাইজির লোগো প্রকাশ্যে আনল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা|
গত বছর করোনার মাঝেই শুরু হয়ছিল বেঙ্গল টি টোয়েন্টি লিগ| প্রায় ৯০ জন ক্রিকেটারকে এবারও শুরু হতে চলছে টি টোয়েন্টি লিগ| আর মাঠে নামার জন্য মুখিয়ে রয়ছন বাংলার ক্রিকেটাররা|
করোনার ভয়াবহতার মাঝে বেঙ্গল টি টোয়েন্টি চ্যালেঞ্জ দিয়েই শুরু হচ্ছে বাংলার ক্রিকেট মরসুম| আর এই মঞ্চকেই আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য প্রস্তুতি মঞ্চ হিসাবে দেখছেন বাংলা শিবিরের ক্রিকেটাররা|
অরুণলালের তত্ত্বাবধানে ইতিমধ্যই শুরু হয়ে গিয়ছে বাংলার প্রাক মরসুম| কয়েকদিন আগেই এসেছিলেন ভিভিএস লক্ষ্মণ| সৈয়দ মুস্তাক আলিতে নামার আগে এই প্রতিযোগিতার পারফরম্যান্স বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করছেন ক্রিকেটাররা|