গুয়াহাটি: আবারও একটা দাপুটে বোলিং পারফরম্যান্স| সার্ভিসেসের বিরুদ্ধেই ঘুরে দাঁড়াল বাংলা| সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সার্ভিসেসের বিরুদ্ধে ৯ উইকেটে জিতল বঙ্গ বাহিনী| ব্যাট হাতে রান পেলেন সুদীপ চট্টোপাধ্যায়ও|
মুম্বইয়ের বিরুদ্ধে বোলাররা সফল হলেও, খারাপ ব্যাটিংয়ের জন্য জয় হাতছাড়া হয়েছিল বাংলার| পরের রাউন্ডে যাওয়ার রাস্তা খোলা রাখতে হলে সার্ভিসেসের বিরুদ্ধে জয়ই শুধু নয়, সেটা বড় ব্যবধানেও জিততে হত তাদের| এদিন সেটাই করতে পারল বাংলা বাহিনী|
মুস্তাক আলিতে এদিন প্রথমবার বাংলা দলে এসেছিলেন অভিমন্যু ঈশ্বরণ| প্রদীপ্ত প্রামানিককেও এদিন খেলানোর সিদ্ধান্ত নেয় বঙ্গ টিম ম্যানেজমেন্ট| টস জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত সুদীপ চট্টোপাধ্যায়ের|
প্রদীপ্ত প্রামানিক প্রথম ম্যাচেই সফল| জোড়া উইকেট নেন তিনি| এছাড়া শাহবাজ, করণলাল, ঋত্বিক চট্টোপাধ্যায়রা তো রয়েছেনই| দুর্ধর্ষ বোলিংয়ে সার্ভিসেসকে ৯১ রানে শেষ করে দেয় বাংলা| ব্যাট হাতে ফের এদিন জ্বলে ওঠে সুদীপ| ২৮ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস| সঙ্গে যোগ্য সঙ্গদ ঈশ্বরণের| মাত্র এক উইকেট খুইয়ে ১০ ওভার ৫ বলেই জয়ের রান তুলে নেয় বাংলা|
ম্যাচ শেষে বঙ্গ অধিনায়কের মুখেও বোলারদেরই প্রশংসা| বিশেষকরে দলের স্পিনারদের পারফরম্যান্সে অত্যন্ত খুশি সুদীপ চট্টোপাধ্যায়| পরের ম্যাচটা জিতলেই কার্যত পরের রাউন্ড পাকা হয়ে যাবে বাংলার