স্পোর্টস ডেস্ক: এজবাস্টনে (Edgbaston Test) ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে দিয়েছে ভারত। রানের হিসেবে এটাই ভারতের সবথেকে বড় জয়। দুই ইনিংস মিলিয়ে ১০০০-এর বেশি রান করেছেন শুভমান গিলরা (Shubman Gill)। ম্যাচের শেষে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) এজবাস্টনের পিচকে ‘উপমহাদেশের মতো’ আখ্যা দিয়েছেন। তা নিয়ে চলছে ট্রোলিং। ভারত সমর্থকরা বলছেন, এটা শিয়ালের আঙুরফল টক বলার মতো ব্যাপার।
স্টোকস বলেন, “সত্যি বলতে, খেলা যত এগিয়েছে, পিচটা তত উপমহাদেশের মতো হয়ে উঠেছে।” এতেই সেই শিয়াল এবং আঙুরফল টকের প্রবাদ কাহিনি উঠে এসেছে। কেউ বলছেন, এ একেবারে একজন পাক্কা হেরোদের মতো কথা। প্রথম টেস্টের পর কিন্তু স্টোকস এমন কিছু বলেননি। আবার কেউ বলছেন, টসে জিতে বোলিং করার সিদ্ধান্তই ভুল নিয়েছেন ইংলিশ অধিনায়ক।
আরও পড়ুন: গাভাসকরের ৫৫ বছরের রেকর্ডে ভাগ বসাবেন গিল?
আর এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “অজুহাত। ওরা কেন স্বীকার করছে না যেতে ওরা হেরে গিয়েছে। যেভাবে ইংলিশ ব্যাটাররা খেলছে, সিমিং কন্ডিশনে আরও খারাপ অবস্থা হবে। আসলে ওদের হাতে অ্যান্ডারসন এবং ব্রডের পরিবর্ত এখনও নেই।”
I have never understood the hype around Ben Stokes the captain. On a flat track with sun shining he decides to bowl, today with some life in pitch edges flying but no extra slip. Batsmen took England to win in first Test but Stokes didn’t score many. Please inform if I have…
— Mohammad Kaif (@MohammadKaif) July 5, 2025
এ তো সাধারণ দর্শক-সমর্থকদের কথা। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফও (Mohammad Kaif) স্টোকসকে কটাক্ষ করলেন। অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে এত হইচইয়ের ব্যাপারটা আমি কখনওই বুঝি না। পাটা পিচ, সূর্য ঝলমল করছে, অথচ সে টসে জিতে বোলিং নিল। আজ বল ব্যাটের কানায় লাগল, কিন্তু কোনও অতিরিক্ত স্লিপ রাখা হল না। ইংল্যান্ড প্রথম টেস্ট জিতেছে কিন্তু স্টোকস নিজে বেশি রান করেনি। স্টোকসের কোনও লুকনো অধিনায়কত্বের মাস্টারক্লাস কেউ দেখে থাকলে দয়া করে আমাকে জানাবেন।
দেখুন অন্য খবর: