ভারতীয় দলের নেতৃত্ব থেকে পরিকল্পনা মাফিকই তাহলে বিরাট কোহলিকে সরানো হয়েছিল। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টেস্ট দলের নেতৃত্বে বসিয়ে দেওয়া হল রোহিত শর্মাকে। কোহলিকে ওয়ান ডে দলের নেতৃত্ব থেকে সরানোর সময় বোর্ড নয়া যুক্তি সামনে এনেছিল: সাদা বল আর লাল বলের আলাদা-আলাদা নেতার কথা বলেছে জাতীয় নির্বাচকরা। বোর্ড মেনে নিয়েছিল। কিন্তু সেই ভাবনার এতো তাড়াতাড়ি ছুঁড়ে ফেলে দেওয়া হল! কেন? নাকি, সেটা বোর্ডের নেতা-কোহলি বিদায়ের পরিকল্পনার অঙ্গ ছিল!
শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে পরের হোম সিরিজের জন্য তিনটি টি-টোয়েন্টি আর দুটি টেস্ট ম্যাচের জন্য দল বেছে নিলেন চেতন শর্মা এন্ড কোং। সেই টেস্ট দলে জায়গা পেলেন না দলের দুই সিনিয়র ব্যাটসম্যান–চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে, সিনিয়র বোলার–ইশান্ত শর্মা। আর বাংলার উইকেটরক্ষক–ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। পূজারা আর রাহানে খারাপ ফর্মের জন্য বাদ পড়েছেন। দু’জনই সৌরাস্ট্র আর মুম্বইয়ের হয়ে রনজি ট্রফিতে খেলছেন। রাহানে সেঞ্চুরিও করেছেন। পূজারা ৮ বল খেলে ০ রানে আউট হয়েছেন। ঋদ্ধি খেলছেন না বাংলার হয়ে। আর ইশান্ত প্রথমে রঞ্জি খেলবেন না বললেও, পরে দিল্লি দলের সঙ্গে যোগ দিয়েছেন।
The All-India Senior Selection Committee has named @ImRo45 as #TeamIndia's Test Captain. pic.twitter.com/GaIUZDthtf
— BCCI (@BCCI) February 19, 2022
টি-টোয়েন্টির দল থেকে বিরাট কোহলি আর ঋষভ পন্থকে বিশ্রাম দেওয়া হয়েছে। গোটা সিরিজের জন্য বিশ্রাম দেওয়া হল–শার্দুল ঠাকুরকে। কে এল রাহুল আর ওয়াশিংটন সুন্দর চোটের কারণে বিবেচিত হননি।
2 years 3 target's
ICC T20 World Cup
ICC Cricket World Cup
ICC Test ChampionshipWelcome to Hitman's era ?
Rohit Sharma has got a hell of a job. ?#RohitSharma #TeamIndia #RohithSharma #Hitman pic.twitter.com/QYByth38VP— Abhishek Kumar (@Abhisheyk_) February 19, 2022
দক্ষিণ আফ্রিকা সফরের আগে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। তিনি দলে ফিরছেন। পন্থ না থাকায় টি-টোয়েন্টি দলে কিপিং করতে দলে নেওয়া হল-সঞ্জু স্যামসনকে। আর টেস্টে সাহার বদলে নেওয়া হয়েছে–কে এস ভরতকে।
উত্তরপ্রদেশের বাঁ-হাতি স্পিনার সৌরভ কুমার ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার পুরষ্কার পেলেন প্রথমবার টেস্ট দলে দাক পেয়ে। ২৮ বছরের এই স্পিনারটি ৪৪টি উইকেট পেয়েছেন ২০১৯-২০ মরশুমে। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় এ দলের হয়ে খেলতে গিয়েছিলেন।
T20I squad – Rohit Sharma (C),Ruturaj Gaikwad, Shreyas Iyer, Surya Kumar Yadav, Sanju Samson, Ishan Kishan (wk), Venkatesh Iyer, Deepak Chahar, Deepak Hooda, R Jadeja, Y Chahal, R Bishnoi,Kuldeep Yadav, Mohd. Siraj, Bhuvneshwar Kumar, Harshal Patel, Jasprit Bumrah(VC),Avesh Khan
— BCCI (@BCCI) February 19, 2022
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি দল:
রোহিত শর্মা (অধিনায়ক), রুতুরাজ গাইকোয়াড়, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আয়ার, ভেঙ্কটেশ আয়ার, দীপক হুডা, বুমরাহ(সহ-অধিনায়ক), ভুবনেশ্বর কুমার,দীপক চাহার, হার্শাল প্যাটেল, মহম্মদ সিরাজ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, যজুবেন্দ্র চাহাল, রবি বিষ্নোই, কুলদীপ সিং, আবেশ।
Test squad – Rohit Sharma (C), Priyank Panchal, Mayank Agarwal, Virat Kohli, Shreyas Iyer, Hanuma Vihari, Shubhman Gill, Rishabh Pant (wk), KS Bharath, R Jadeja, Jayant Yadav, R Ashwin, Kuldeep Yadav, Sourabh Kumar, Mohd. Siraj, Umesh Yadav, Mohd. Shami, Jasprit Bumrah (VC).
— BCCI (@BCCI) February 19, 2022
টেস্ট দলে আছেন:
রোহিত শর্মা (অধিনায়ক), ময়াঙ্ক, প্রিয়াঙ্ক পাঞ্চাল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, হনুমা বিহারী, শুভমন গিল,ঋষভ পন্থ, কে এ্স ভরত, অশ্বিন ( ফিটনেস টেস্ট পাস করলে), জাদেজা, জয়ন্ত, কুলদীপ, বুমরা(সহ-অধিনায়ক),শামি, সিরাজ,উমেশ, সৌরভ কুমার।