লন্ডন: টিম হোটেলের বই প্রকাশ অনুষ্ঠানে বিরাট, শাস্ত্রী? ওভাল টেস্ট জয়ের পর ভরতীয় দলর বায়োবাবল নিয়ে নতুন বিতর্ক| ক্ষুব্ধ বোর্ডও| উঠতে শুরু করেছে নানান প্রশ্ন|
সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন রবি শাস্ত্রী| তাঁর সংস্পর্ষে আসায় করোনার শিকার ভরত অরুণ এবং আর শ্রীধরও| ম্যাঞ্চেস্টার টেস্টে বিরাট কোহলিদের সঙ্গে থাকতে পারবেন না তারা| বায়ো বাবল নিয়ে প্রশ্ন তো উঠছিলই| এবার সেই আগুনে ঘি ঢালল শাস্ত্রীদের হোটলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার খবর|
শোনাযাচ্ছে ওভাল টেস্টের সময় নাকি টিম হোটেলে আয়োজিত এক বই প্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসবে উপস্থিত ছিলেন বিরাট কোহলি এবং রবি শাস্ত্রী| ভারতীয় শিবিরের আরও বেশ কয়েকজন উপস্থিত ছিলেন সেখানে|
ঘর ভর্তি লোকের মধ্যেই উপস্থিত হয়েছিলেন তারা| আর এই খবর ছড়িয়ে পরার পর থেকেই শোরগোল বিভিন্ন মহলে| শোনযাচ্ছে বোর্ডও নাকি খানিকটা আসন্তুষ্ট| ইংল্যান্ডের মাটিতে কঠিন বয়োবাবলের মধ্যে রয়েছে ভারতীয় দল|
সৌ: ট্যুইটার
সেই বায়ো বাবল থেকে বেরিয়ে অন্য কোনও অনুষ্ঠানে যোগ দিতে হলে বোর্ড এবং ইসিবি দু পক্ষেরই অনুমতি নিতে হবে ভারতীয় ক্রিকেটারদের| কিন্তু তেমনটা নাকি তারা করেননি| বোর্ডের অনুমতি ছাড়াই নাকি সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শাস্ত্রী, কোহলিরা|
এরপরই টেস্ট চলাকালীন করোনায় আক্রন্ত হন রবি শাস্ত্রী| আর এসব নিয়েই এখন বিতর্কের ঝড়| ইংল্যান্ডের মটিতে ভারতীয় ক্রিকেটারদের বয়োবাবল মানা নিয়েও উঠছে প্রশ্ন| যদিও বোর্ডের তরফে অবশ্য এখনই কেউ মুখ খোলেনি|