স্পোর্টস ডেস্ক: লজ্জার নতুন নজির গড়ল বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। সংযুক্ত আরব আমিরশাহির (UAE) কাছে টি২০ সিরিজ হেরে গেল। এই প্রথম আইসিসির (ICC) কোনও অ্যাসোসিয়েট দলের কাছে টি২০ সিরিজ হারল টাইগাররা। সিরিজের তৃতীয় ম্যাচ ছিল কার্যত ফাইনাল। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ১৬২ রান করে। আমিরশাহি সেই রান সাত উইকেট হাতে থাকতে অনায়াসে তুলে দেয়।
তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ২৭ রানে হেরে গিয়েছিল আমিরশাহি। তখন কেউ ভাবতে পারেনি, সিরিজের ফলাফল এমন হবে। দ্বিতীয় টি২০তে বাংলাদেশের করা ২০০-র বেশি রান তুলে জিতে যায় আমিরশাহি। অপেক্ষাকৃত অনেক অভিজ্ঞ দলের বিরুদ্ধে তারা দক্ষতা, মনোসংযোগ এবং জেদের দুর্দান্ত উদাহরণ তুলে ধরে।
আরও পড়ুন: ইংল্যান্ড সফরে সুযোগ পেল বৈভব সূর্যবংশী!
বুধবার রাতে তৃতীয় টি২০তে প্রথমে ব্যাট করে বাংলাদেশ এবং আবারও ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। তানজিদ হাসান তামিম (Tanzid Hasan Tamim) ১৮ বলে ৪০ রানে ঝোড়ো ইনিংস খেলে দারুণ করেছিলেন। কিন্তু এরপরে সবাই ব্যর্থ। ৮৪ রানে ৮ উইকেট পড়ে যায় বাংলাদেশিদের। শেষদিকে জাকের আলি ৩৪ বলে ৪১, হাসান মাহমুদ ১৫ বলে অপরাজিত ২৬ এবং শরিফুল ইসলাম ৭ বলে অপরাজিত ১৬ রান করায় স্কোরবোর্ড ভদ্রস্থ চেহারা নেয়।
তাড়া করতে নেমে প্রথমে আউট হন আমিরশাহির অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। তবে মুহাম্মদ জোহাইব এবং আলিশান শারাফু ইনিংস ধরেন। মারতে গিয়ে জোহাইব আউট হলেও শারাফু টিকে যান এবং অপরাজিত ৬৮ রান করে ম্যাচ ও সিরিজ জিতিয়ে দেন। ২৬ বলে অপরাজিত ৪১ করে তাঁকে যোগ্য সহায়তা করেন আসিফ খান।
দেখুন অন্য খবর: