অলিম্পিকের দ্বিতীয় ম্যাচেই মুখ থুবরে পড়ল ভারতীয় হকি দল| মনপ্রীত সিংদের রীতিমত উড়িয়ে দিল অস্ট্রেলিয়া| গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭-১ গোলের লজ্জ্বার হার টিম ইন্ডিয়ার|
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিল ভারত| জয় দিয়ে যাত্রা শুরু করে আশাও জাগিয়েছিল সকলের মনে| কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই বদলে গেল সবকিছু| আবারও যেন সেই পুরনো ভারতীয় দলের খেলার ছবিই ফুটে উঠল|
ম্যচে কোনওরকম দাপটই দেখাতে পারল না মেন ইন ব্লুস ব্রিগেড| শুরু থেকেই ব্যাকফুটে ছিলেন মনপ্রীত সিংরা| ম্যাচ শুরুর ১০ মিনিটে প্রথম গোল অস্ট্রেলিয়ার| যদিও ভারতও বেশ কিছু সুযোগ পেয়েছিল| কিন্তু কাজে লাগাতে পারেনি|
দ্বিতীয় কোয়ার্টার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি মনপ্রীত সিংরা| একের পর এক পেনাল্টি কর্ণার থেকে ভারতের জালে বল জড়িয়ে দেয় অজি তারকারা| পাল্টা ভারতও যে সুযোগ পায়নি তেমন নয়| কিন্তু অস্ট্রেলিয়ার ডিফেন্স ভাঙতে পারেনি তারা|
১৯৭৬ সাল থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অলিম্পিকে কখনও জিততে পারেনি ভারত| এবারও সেই ধারাই বজায় থাকল| দ্বিতীয় কোয়ার্টারেই অস্ট্রেলিয়ার কাছে ৪-০-এ পিছিয়ে পড়েন হরমনপ্রীত সিংরা|
তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টারে আরও তিন গোল দেয় অস্ট্রেলিয়া| মাঝে অবশ্য তৃতীয় কোয়ার্টারের ৫ মিনিটের মাথায় একটি গোল দিয়ে ব্যবধান একটু কমিয়েছিলেন দিলপ্রীত সিং|
এযাবতকালে অলিম্পিকের মঞ্চে এটাকে যদি ভারতের অন্যতম বিশ্রী পারফরম্যান্স বলা হয় তাহলে হয়ত ভুল করা হবে না| মঙ্গলবার তৃতীয় ম্যাচে স্পেনের বিরুদ্ধে নামবে ভারত|