দুবাই: তাদের ট্রফি ক্যাবিনেটে ৫টা বিশ্বকাপ রয়েছে| তবুও বৃত্তটা সম্পূর্ণ নয় এখনও| টি টোয়েন্টি বিশ্বকাপটা এখনও অধরা অস্ট্রেলিয়ার| ১১ বছর পর ফের সুযোগ| ওয়ার্নার-ওয়েড এবং স্টয়নিস, ত্রিফলার দাপটে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া থেকে আরমাত্র একধাপ দূরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া| পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া|
২০১০ সালে শেষবার টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছিল অস্ট্রেলিয়া| সেবার ইংল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল| এবার সামনে নিউজিল্যান্ড| ১৪ নভেম্বর ফিঞ্চের হাতে শাপমোচন হবে কিনা সে তো সময়ই বলবে| তবে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠা অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস যে তুঙ্গে তা হয়ত বলার অপেক্ষা রাখে না|
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরুর সময় ফেভারিটের তকমা কেউই তাদের গায়ে দেয়নি| এই অস্ট্রেলিয়া যে ফাইনাল পর্যন্ত যেতে পারে সেই ভবিষ্যতবানীও করতে শোনা যায়নি| আর সকলের আলোচনাতে না থাকাটাই যেন শাপে বর হয়েছে অজিদের| বিশ্বকাপের শুরু থেকেই এবার দুরন্ত ছন্দে ছিল পাকিস্তান|
স্বভাবতই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানই ছিল হট ফেভারিট| রিজওয়ান, বাবর, শাহিন আফ্রিদিদেরই সকলে এগিয়ে রেখেছিল| কিন্তু বাইশ গজের লড়াইয়ে সমস্ত হিসাব বদলে দিলেন ওয়ার্নার, ওয়েড এবং স্টয়নিসরা|
? Sensational Shadab ?️
? Wade, Stoinis get ?? over the line ?The talking points from a riveting #T20WorldCup semi-final ? https://t.co/VdP4r7rKfY
— ICC (@ICC) November 11, 2021
সেমিফাইনালে পৌঁছলে অস্ট্রেলিয়া সবসময়ই ভয়ঙ্কর| আর সেই কথা যে সকলে কেন বলে, তা যেন আরও একবার বুঝিয়ে দিল তারা| টস জিতে এদিন প্রথম ফিল্ডিং নেন অ্যারণ ফিঞ্চ| শুরু থেকেই পাকিস্তান ব্যাটসম্যানদের ব্যাটে ছিল রানের ঝলক| অজি বোলাররা চার উইকেটের বেশি তুলতেও পারেননি|
রিজওয়ান, ফাখর জামনের জোড়া অর্ধশতরানে পাকিস্তান করে ১৭৬ রান| সেমিফাইনালের মতো মঞ্চে যা সত্যিই বড় লক্ষ্য| শুরুতেই অস্ট্রেলিয়া ১ রানের মধ্যে এক উইকেট হারায়| ফিরে যান অ্যারণ ফিঞ্চ| সমালোচকদের জবাব দেওয়ার জন্য এর থেকে বড় মঞ্চ বোধহয় এদিন ওয়ার্নারের কাছে ছিল না| দুবাইয়ে ফের একবার জ্বলে উঠলেন তিনি|
৩০ বলে ৪৯ রানের ইনিংস খেলে, অস্ট্রেলিয়ার ভিতটা তিনিই মজবুত করে দিয়ে গিয়েছিলেন| যদিও তাঁর আউটা নিয়ে অবশ্য একটা বিতর্ক রয়েই গিয়েছে| পাকিস্তানও যে হাল ছেড়ে দিয়েছিল তেমনটা নয়| পরপর স্মিথ, ম্যাক্সওয়েলদের সাজঘরে ফিরিয়ে চাপ দিতে শুরু করেছিল পাক বোলাররা|
কিন্তু সেখান থেকেই খেলার হাল ধরেন ম্যাথু ওয়েড ও স্টয়নিস| মাঠে ফের শুরু হয় চার ছয়ের ঝড়| যে শাহিন আফ্রিদি এবার সকলের ত্রাস হয়ে উঠেছিলেন| ১৯ নম্বর ওভারে সেই আফ্রিদিকেই চুুপ করিয়ে দিলেন ওয়েড| শেষ তিনবলে তিনটে ছয়| পাকিস্তানের সমস্ত আশা শেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া| ওয়েডের ১৭ বলে ঝোড়ো ৪১ রানের ইনিংসটা সাজানো ৪টে ছয় এবং ২টি চার দিয়ে| মার্কাস স্টয়নিস করেন ৩০ বলে ৪০ রান|
১ ওভার বাকি থাকতেই পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেয় অস্ট্রেলিয়া| ম্যাচ শেষ হতেই অজিদের শুভেচ্ছা বার্তা সচিন তেন্ডুলকরের| পাকিস্তানের ক্রিকেট ভাল খেললেও, শেষ পাঁচ ওভারে অজিদের দুরন্ত কামব্যাকে মুগ্ধ তিনি|
What a game of cricket! ?#Pakistan played some good cricket but #Australia came back hard in the last 5 overs of the match and finished the game strong. ?? @MStoinis got them back into contention & @MatthewWade13 capitalized on the chance to take Australia through.#PAKvAUS pic.twitter.com/hMfIOfmD3r
— Sachin Tendulkar (@sachin_rt) November 11, 2021
এখন শুধুই নিউজিল্যান্ডকে হারিয়ে সমস্ত অপেক্ষা অবসানের লক্ষ্যে তারা|