স্পোর্টস ডেস্ক: আগামী ১১ জুন লর্ডস ক্রিকেট মাঠে (Lord’s Cricket Ground) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final 2025)। সে ম্যাচ মুখোমুখি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এতদিন আগেই ফাইনাল ম্যাচের ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে দিল অজি ক্রিকেট বোর্ড। ভারত-পাকিস্তান উত্তেজনার জেরে বেশ কিছুদিন পিছিয়ে গিয়েছে আইপিএল (IPL 2025)। অস্ট্রেলিয়ার এই স্কোয়াডে থাকা অজিরা আইপিএলের শেষ পর্যন্ত খেলতে পারবেন কি নাত তা নিয়ে উঠছে প্রশ্ন।
ক্রিকেট অস্ট্রেলিয়া ফাইনালের জন্য যে স্কোয়াড বেছেছে সেটাই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে। দলে আছেন তরুণ ওপেনার স্যাম কনস্টাস। চোটপ্রাপ্ত ক্যামেরন গ্রিনের নামও রয়েছে। স্পিনার হিসেবে নাথান লায়নের সঙ্গে রাখা হয়েছে ম্যাট কুনহেম্যানকে। অ্যালেক্স ক্যারি ছাড়াও উইকেটকিপার ব্যাটার জস ইঙ্গলিস রয়েছেন। ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স করা ব্রেন্ডান ডগেটকে সফরকারী রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।
আরও পড়ুন: জল্পনার ইতি, ব্রাজিলের হেড কোচ কার্লো আন্সেলোত্তি
মে মাসের শেষের দিকে স্কটল্যান্ডে শিবির করবে অস্ট্রেলিয়া। এদিকে পরিবর্তিত সূচিতে ৩ জুন আইপিএল ফাইনাল। অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) এবং ট্রাভিস হেডকে নিয়ে সমস্যা নেই কারণ তাঁদের দল সানরাইজার্স হায়দরাবাদ প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। কিন্তু মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলউডের সুযোগ আছে ফাইনাল খেলার। সম্ভবত তাঁরা ছাড় পাবেন।
অস্ট্রেলিয়ার ১৫ জনের স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইঙ্গলিস, উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, ম্যাট কুহনেম্যান, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার। সফরকারী রিজার্ভ: ব্রেন্ডন ডগেট
দেখুন অন্য খবর: