কলকাতাটিভি ওয়েবডেস্ক: পিছিয়ে গেল অস্ট্রেলিয়া ওপেন ড্র (AustralianOpen2022)৷ এই মুহূর্তে স্থগিত করে দেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন৷ স্থগিত করার বিষয়ে তাঁদের যুক্তি, টুর্নামেন্টে নোভাক জোকোভিচের (Novak Djokovic) অংশগ্রহণ অনিশ্চয়তার মধ্যে রয়েছে৷ এ কারণেই পিছিয়ে দেওয়া হয়েছে৷
The #AusOpen draw has been postponed until further notice, organizers said, amid uncertainty over Novak Djokovic's participation in the tournament https://t.co/rgKkcfG1fE pic.twitter.com/SslzAt3mwF
— Reuters (@Reuters) January 13, 2022
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী (Australia Government) মরিসন বলেছেন, জোকোভিচের বিষয়ে সরকারের অবস্থান পরিবর্তিত হয়নি৷ অভিবাসন মন্ত্রী সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন৷ অর্থাৎ, জোকোভিচে নির্বাসিত করা হয়েছে নাকি সেখানে থাকার অনুমতি দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার মাটিতে পা দেওয়ার পর থেকেই নানা ঝামেলায় জড়িয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। করোনা টিকা না নেওয়ায় ভিসা বাতিল করা হয়৷ অস্ট্রেলিয়া সরকারে বিরুদ্ধে আইনি লড়াইও শুরু হয়। আপাতত সেই লড়াইয়ে জিতলেও, অস্ট্রেলিয়া ওপেনে খেলা নিয়ে সংশয় থেকে গেল৷ যে কারণেই অস্ট্রেলিয়া অপেন ড্র স্থগিত রাখার সিদ্ধান্ত আয়োজকদের৷ তাদের বক্তব্য, অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হকের দফতর, জকোভিচের ভিসা বাতিল করা যায় কি না, সেই চেষ্টা চালাচ্ছিল।