গ্রুপ শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডে পৌঁছনোর লক্ষ্যে মঙ্গলবার বসুন্ধরা কিংসের বিরুদ্ধে নামছে এটিকে-মোহনবাগান| তার আগে তারকা হুগো বুমোসের কার্ড এবং গরম আবহাওয়াটাই একটু চিন্তায় রাখছে আন্তোনিও লোপেজ হাবাসকে|
পরপর দু ম্যাচ জিতে পরের রাউন্ড পৌঁছনোর রাস্তা প্রায় পাকা সবুজ-মেরুন ব্রিগেডের| এই ম্যাচ থেকে এক পয়েন্ট পেলেই টিকিট পাকা হয়ে যাবে| কিন্তু হাবাস সহ বাকি ফুটবলারদের সকলেরই লক্ষ্য জয়| তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে চান তারা|
প্রতিপক্ষ শিবির এখনও পর্যন্ত একটিও গোল খায়নি প্রতিযোগিতায়| অর্থাত্ তাদের রক্ষণ ভাঙার জন্য শুরু থেকেই হয়ত আক্রমণে জোর দেবেন সবুজ-মরুণ ফুটবলাররা| তেমন ভাবেই চলছে ছক কষাও|
ছন্দে রয়েছেন রয় কৃষ্ণা, উইলিয়ামস| তাদের সঙ্গে শুরু থেকেই দেখা যাবে মনবীর সিংকে| তবে হুগো বুমোসের জায়গায় কাকে খেলাবেন সেটাই একটু চিন্তায় রাখছে হাবাসকে| সেইসঙ্গে রক্ষণের ওপর একটু বেশি জোর দিচ্ছেন হাবাস| পরপর দু ম্যাচেই এটিকে-মোহনবাগানের রক্ষণের দুর্বলতা দেখা গেছে|
সেজন্য শুভাশিস, প্রীতমদের ওপর বাড়তি দায়িত্ব থাকবে| সব মিলিয়ে বসুন্ধরাকে হারিয়ে পরের রাউন্ডে পৌঁছনই এখন পাখির চোখ হাবাস বাহিনীর|