১৮ অগস্ট থেকে এএফসি কাপে যাত্রা শুরু এটিকে-মোহনবাগানের| সোমবারই সূচি ঘোষণা এএফসির|
করোনার জন্য গত মরসুমের এএফসি কাপের প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত খেলা হয়নি| এএফসি কাপ বাতিল করতে বাধ্য হয়েছিল এশিয়ান ফুটবল কাউন্সিল কর্তারা|
তবে এখন পরিস্থিতি অনেকটাই ভাল| তাই সবদিক বিচার করে আগামী মাসেই মলদ্বীপে এএফসি কাপের আয়োজন করা হয়েছে|
বেশ কয়েকদিন ধরেই এএফসি কাপ নিয়ে একটা জল্পনা চলছিল| শোনা যাচ্ছিল মোহনবাগানের ম্যাচ নাকি হতে পারে কলকাতায়| যদিও শেষ পর্যন্ত মলদ্বীপেই ম্যাচ করার সিদ্ধান্ত নেওয়া হয়|
#AFCCup2021 Playoff and Group Stage (South) matches will be held in the Maldives ?? https://t.co/GEtYkp2d4z
— #AFCCup (@AFCCup) July 19, 2021
এএফসি কাপের গ্রুপ-ডি তে এটিকে মোহনবাগানের সঙ্গে রয়েছে মেজিয়া স্পোর্টস এবং বাংলাদেশের বসুন্ধরা কিংস| অগস্টের শুরু থেকেই হয়ত প্রাক মরসুম প্রস্তুতি শুরু করে দেবে হাবাসের সবুজ-মেরুন ব্রিগেড|
১৫ অগস্ট মলদ্বীপের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে মোহনবাগানের|