দুবাই: এএফসি কাপের আন্তঃ অঞ্চল সেমিফাইনাল জিতে ইতিহাসের লক্ষ্যে এখন আন্তোনিও হাবাসের দল| সেই লক্ষ্যপূরণের উদ্দেশে রবিবার উজবেকিস্তানে রওনা দিচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড| নক আউটে নামার আগে রক্ষণ এবং ফুটবলারদের ফিজিক্যাল ফিটনসের ওপরই নজর হাবাসের|
গ্রুপপর্বে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে এটিকে-মোহনবাগান| কিন্তু এবার সামনে উজবেকিস্তানের অন্যতম সেরা দল এফসি নাসাফ| তাই তো কোনওরকম ঝুঁকি নিতে চাইছেন না সবুজ-মেরুন শিবিরের ক্ষুরধার কোচ|
সেট পিস এবং উইং নির্ভর খেলার ওপরই জোর দিচ্ছেন বেশি তিনি| আর সেই লক্ষ্যে রয় কৃষ্ণা, মনবীর এবং কাউকো যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সেটাই এখন থেকেই স্পষ্ট| নক আউট ম্যাচে ৯০ এর পরিবর্তে খেলা ১২০ মিনিট পর্যন্ত গড়াতে পারে| তাই ফুটবলারদের চোট এড়াতে আলাদাভাবে চলছে ফিটনেস ট্রেনিং|
এএফসি কাপের আন্তঃঅঞ্চল সেমিফাইনাল জিততে পারলেই ইতিহাস তৈরি করবে এটিকে-মোহনবাগান| হাবাসের শিবিরের গোলে রয়েছেন গতবারের এএফসি কাপের ফাইনালিস্ট অমরিন্দর সিং| এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে দলকে তাঁর অভিজ্ঞতা দিয়েও তাতাচ্ছেন তিনি|
ফিফার তালিকায় মোহনবাগনের থেকে অনেক ধাপই এগিয়ে রয়েছে এফসি নাসাফ| তা নিয়ে বাড়তি চিন্তা না করলেও, দলকে সাবধান করে চলেছেন দুবারের আইএসএল জয়ী কোচ হাবাস| রবিবার উজবেকিস্তান পৌঁছবে দল| দুদিন অনুশীলন করেই নক আউট পর্বে নামবেন রয় কৃষ্ণারা|