এটিকে মোহনবাগানেই থেকে গেলেন কার্ল ম্যাকহিউ| আগামী আইএসএলেও এটিকে মোহনবাগানের জার্সিতে মাঠে নামবেন তিনি|
এই নিয়ে টানা তিন বছর আন্তোনিও লোপেজ হাবাসের তত্ত্বাবধানে খেলবেন সবুজ-মেরুন শিবিরের আইরিশ তারকা ফুটবলার|
সেন্ট্রাল ডিফেন্স, লেফট ব্যাকসহ একাধিক পজিশমে খেলার পাশাপাশি বিপক্ষের বক্সে উঠে আক্রমণের দায়িত্ব নিতে পারেন তিনি| এটিকে মোহনহাগানের অপরিহার্য ফুটবলার ছিলেন ম্যাকহিউ|
গত বছর ফাইনালে উঠেও মুম্বই সিটি এফসির কাছে হেরে রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল এটিকে মোহনবাগানকে| এবার সেই হতাশা সরিয়ে রেখে হাবাসের তত্ত্বাবধানে সেরাটা দিতে চান বলে জানিয়েছেন কার্ল ম্যাকহিউ|