চেনা প্রতিপক্ষ, কিন্তু অচেনা পরিবেশ| বেঙ্গালুরর এফসির বিরুদ্ধে নামার আগে সতর্ক আন্তোনিও লোপেজ হাবাস| বুধবার এএফসি কাপের গ্রুপপর্বের প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে নামছে এটিকে-মোহনবাগান| মলদ্বীপের আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে অ্যাডভান্টেজে থাকতে চাইছে সবুজ-মেরুন ব্রিগেড|
সুনীল ছেত্রীদের বিরুদ্ধে হাবাসের ট্র্যাক রেকর্ড বেশ ভাল| কিন্তু সবুজ-মেরুন কোচ সেসব নিয়ে ভেবে সময় নষ্ট করতে চাননা|
প্রতিপক্ষ শিবিরে নতুন বিদেশি আসার পাশাপাশি এসেছে নতুন কোচিং স্টাফও| তাই চেনা হলেও, বেঙ্গালুরু দলের শক্তির যে অনেক তরতম্য ঘটেছে তা বুঝতে পারছে মোহনবাগান থিঙ্ক ট্যাঙ্ক| তাই আগের কথা মনে না রেখে, দ্রুত মলদ্বীপের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে তৈরি থাকতে চাইছে মোহনবাগান শিবির|
সেই মতো প্রীতম কোটাল, মনবীর সিংরা প্রস্তুতি সারছেন| খেলা হবে ফ্লাডলাইটে| রবিবার সন্ধে থেকেই রয় কৃষ্ণারা সেইমতো অনুশীলন চালাচ্ছেন|
করোনার মাঝেও শেষপর্যন্ত হচ্ছে এএফসি কাপ| এই মরসুমে মলদ্বীপে পর্যটকদের ভিড়ও রয়েছে| তাই মাল শহরের একটি দ্বীপের হোটেলে রয়েছেন ডেভিড উইলিয়ামস, রয় কৃষ্ণারা| সেই দ্বীপ থেকে নৌকো করে প্রস্তুতিতে আসছে গোটা দল|