কলকাতা টিভি ওয়েবডেস্ক: শনিবার আইএসএলের মঞ্চে মরসুমের প্রথম ডার্বি| গোয়ায় এটিকে-মোহনবাগানের বিরুদ্ধে নামছে এসসি ইস্টবেঙ্গল| করোনার জন্য কলকাতায় নয়, এবারও আইএসলের সমস্ত ম্যাচ হবে গোয়াতে| কিন্তু ডার্বির উন্মাদনা সবসময়ই আলাদা| কলকাতার বুকে না হলেও, মরসুমের প্রথম ডার্বি ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে|
আইএসএলের প্রথম ম্যাচেই শুরুটা দুরন্ত করেছে সবুজ-মেরুন শিবির| প্রথম ম্যাচেই কেরালাকে ৪-২ গোলে হারিয়েছে হাবাসের দল| সেখানে ইস্টবেঙ্গল শুরুতেই আটকে গিয়েছে| জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করে যাত্রা শুরু করেছে ইস্টবেঙ্গল|
????? ????????? ✅
We're ?????? ????? ⚔️.#SCEBATKMB #HeroISL ⚽#JoyEastBengal #WeAreSCEB #আমাগোক্লাব pic.twitter.com/yCIOnVTUuX
— East Bengal FC (@eastbengal_fc) November 26, 2021
দুজনের দ্বিতীয় ম্যাচ ডার্বি| ডার্বির মতো খেলার ভবিষ্যতবাণী কখনই আগ থেকে বলা সম্ভব নয়| এই ম্যাচ সবসময়ই ফিফটি ফিফটি বলেই মনে করেন দেবাশিস মুখোপাধ্যায়| তবে এমন হাইভোল্টেজ ম্যাচের আগে পারফরম্যান্সের বিচারে খানিকটা মোহনবাগানকেই এগিয়ে রাখছেন তিনি|
দেবাশিস মুখোপাধ্যায় জানান, ‘ডার্বি ম্যাচ সবসময়ই ফিফটি ফিফটি| দুই দলেই ভাল ফুটবলার রয়েছেন| তবে ইস্টবেঙ্গলে দেশীয় তারকারা এখনও সেই পারফরম্যান্স দেখাতে পারেননি| মাঝমাঠও বেশ দুর্বল| হাবাসের সেট দল, হুগো বুমোস, রয় কৃষ্ণারা রয়েছেন দুরন্ত ছন্দে| যদিও ডিফেন্সে তাদেরও দুর্বলতা রয়েছে| তবে এখনও পর্যন্ত পারফরম্যান্সের বিচারে খানিকটা হলেও এগিয়ে রাখছি এটিকে-মোহনবাগানকেই’|
Back on the pitch and training hard for the clash against SC East Bengal on Saturday ?♥️?#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #HeroISL pic.twitter.com/ulL6cOkSww
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) November 23, 2021
অন্যদিকে ইস্টবেঙ্গলর ঘরের ছেলে মনোরঞ্জন ভট্টাচার্য| ডার্বির লড়াইয়ে তিনি যে ইস্টবেঙ্গলের জয়ই দেখতে চাইবেন সেটাই স্বাভাবিক| শনিবার ইস্টবেঙ্গলের প্রতিই রয়েছে তাঁর পুরোপুরি সমর্থন| যদিও দুটো দলই একটি করে ম্যাচ খেলেছেন| তাই পারফরম্যান্সের বিচার এখনই করতে তিনি নারাজ| তবে মোহনবাগান যে ইস্টবেঙ্গলের তুলনায় অনেকটাই সেট দল, তা বলতে দ্বিধা নেই মনোরঞ্জন ভট্টাচার্যের|
মনোরঞ্জন ভট্টাচার্য জানান, ‘আমি তো সবসময়ই বলব ইস্টবেঙ্গলই জিতেছে| তাদের হয়ে আমি সবসময় খেলেছি, তাই সমর্থনও তো সেদিকেই থাকবে| পারফরম্যান্স নিয়ে এখনই কথা বলার সময় আসেনি| তবে দল হিসাবে মোহনবাগান যথেস্ট সেট দল| ভাল দলও ওঁরা’|
শনিবার সন্ধে সাড়ে সাতটায় দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হতে চলেছে| হাবাসের শক্তিশালী এটিকে-মোহনবাগান নাকি গতবারের বদলা নিয়ে ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়ায় সেটাই এখন দেখার|