পরপর দুম্যাচ জয়| দ্বিতীয় রাউন্ডে জায়গা কার্যত পাকা এটিকে-মোহনবাগানের| সেখানেই আত্মতুষ্টির কোনও জায়গা নেই| ম্যাচ শেষে ফুটবলারদের সাফ বার্তা আন্তোনিও লোপেজ হাবাসের|
শনিবার দুরন্ত কামব্যাক করে মাজিয়াকে ৩-১ গোলে হারিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড| দলের পারফরম্যান্সে খুশি হাবাস| সেইসঙ্গে ফুটবলারদের পরিশ্রম এবং বিশ্রাম পাওয়া নিয়ে চিন্তিতও তিনি|
মলদ্বীপের প্রচন্ড গরম আবহাওয়ায় রবিবার কোনও ফুটবলারকেই অনুশীলনে ডাকেননি সবুজ-মেরুন কোচ| পুল সেশনে সময় কাটিয়েছেন কয়কজন ফুটবলাররা| এই আবহাওয়ায় দুদিন অন্তর ম্যাচ হওয়াতে ফুটবলারদের বিশ্রাম নিয়েই প্রধান চিন্তা হাবাসের|
তাই আসন্ন ম্যাচেও বেশ কিছু তারকা ফুটবলারকে পুরো সময় না খেলানোরই ইঙ্গিত তাঁর মুখে| দলের ফিটনেস বজায় রাখতে চলছে নানান হিসাব নিকাশ| বসুন্ধরার বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট দরকার হলেও, কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না মোহনবাগান টিম ম্যানেজমেন্ট|
পরপর তিন ম্যাচ জিতেই দ্বিতীয় রাউন্ডে যেতে চায় এটিকে-মোোহনবাগান| দুরন্ত ছন্দে থাকা রয় কৃষ্ণাও ড্র নিয়ে চিন্তা করছেন না| মাজিয়ার বিরুদ্ধে গোল করে ম্যাচের সেরাও হয়েছন তিনি|
তবে রেফারিং নিয়ে খানিকটা চিন্তা রয়েে গিয়েছে তাঁর| গতম্যাচে দু গোল রয় কৃষ্ণার নামে হতেই পারত| কিন্তু রেফারির সিদ্ধান্ত তাঁর প্রথম গোল বাতিল হয়| সেখানেই আক্ষেপ মিটছে না তাঁর| তবে এসব ভুলে এখন বসুন্ধরা কিংস ম্যাচেই চোখ উইলিয়ামস, মনবীর সিংদের|