এটিকে মোহনবাগানে যোগ দিলেন দেশের অন্যতম সেরা ডিফেন্ডার আশুতোষ মেহেতা| আসন্ন মরসুমে আন্তোনিও লোপেজ হাবাসের তত্ত্বাবধানে খেলতে নামবেন তিনি|
এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য সাইড ব্যাক আশুতোষ| নর্থইস্ট ইউনাইটেড থেকে এ বার সবুজ-মেরুন শিবিরে তিনি| আশুতোষের যোগ দেওয়ায় আন্তোনিও লোপেজ হাবাসের রক্ষণের শক্তি যে আরও বাড়ল বলাই চলে|
এই জীবনের সব ঘাম,
সব রক্ত সবুজ- মেরুন
জয় মোহনবাগান 🟢🔴 @atkmohunbaganfc @IndSuperLeague pic.twitter.com/PsrYSCKJfK— Ashutosh_mehta1 (@Ashutosh_mehta1) July 6, 2021
গত মরসুমে আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন তিনি| এরপরই ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচের নজরে পড়েন এই ভারতীয় তারকা| এরপরই জাতীয় দলে ডাক পান আশুতোষ|
মোহনবাগানের শেষ আইলিগ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন আশুতোষ| এর ফলে দলের সঙ্গে মানিয়ে নিতে তাঁর খুব একটা অসুবিধা হবে না বলেই মনে করছেন আশুতোষ মেহেতা|