নয়াদিল্লি: ভারতে (India) আসছেন কিংবদন্তি কোচ এবং বর্তমানে ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট-এর প্রধান আর্সেন ওয়েঙ্গার (Arsene Wenger)। নিজেই সেকথা জানিয়েছেন তিনি। একমাস আগে তাঁর সঙ্গে কথা বলতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey) এবং সেক্রেটারি জেনারেল ডঃ শাহজি প্রভাকরণ। সেই আলোচনায় একটি কেন্দ্রীয় অ্যাকাডেমি গঠনের পরিকল্পনা হয়েছে। ফিফা (FIFA) এবং এআইএফএফ-এর গাঁটছড়ার শুরু বলে মনে করা হচ্ছে সেই অ্যাকাডেমিকে।
ওয়েঙ্গার জানিয়েছেন, তিনি ভারতে আসছেন অক্টোবর মাসে। ভারতে ফুটবল খেলার উন্নতি নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী। আর্সেনালের প্রাক্তন ম্যানেজার বলেন, “ফুটবল পৃথিবীর সবথেকে জনপ্রিয় খেলা এবং পৃথিবীর অন্যতম বৃহত্তম দেশে তার উন্নতি হওয়াই যুক্তিযুক্ত। আমি বলব, ভারত খেলাধুলোর দেশ এবং আমি আশাবাদী ভারতের বাচ্চাদের ফুটবল খেলে আনন্দ পাওয়ার ব্যবস্থা করতে পারব।”
আরও পড়ুন: ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে? বৃষ্টিতে ম্যাচ না হলে কে ছিটকে যাবে?
Arsène Wenger confirms visit to India 🇮🇳; pours his heart out on #IndianFootball ⚽️
Read 👉🏼 https://t.co/7cDrEDv5Cw
Watch the full interview here 👉🏼 https://t.co/vQlnn1vz5B pic.twitter.com/wOnJY5TYK5
— Indian Football Team (@IndianFootball) September 14, 2023
ওয়েঙ্গার আরও বলেন, “আমি আত্মবিশ্বাসী কারণ সাফল্য আসে শিক্ষা থেকে। ভারতের তরুণ প্রজন্ম যাতে শেখার সুযোগ পায় তা দেখব।” তাঁর মতে সফল হওয়ার দুটো সোপান রয়েছে। এক, প্রতিভা খুঁজে বের করা এবং ভালো মানের শিক্ষামূলক প্রোগ্রাম এবং কোচিং। ওয়েঙ্গার বলেন, এআইএফএফ-কে আমাদের সঙ্গে শিক্ষার দায়িত্ব নিতে হবে এবং তাদের সহযোগিতা জরুরি।
তাঁর মতে, ১৪০ কোটি জনসংখ্যা একদিকে ভালো, কারণ তাতে প্রতিভার প্রাচুর্য থাকবে। উল্টো দিকে তা খুঁজে বের করা সমস্যা। সেই কারণে দেশের মধ্যের লোকজন চাই যারা সেই প্রতিভা খুঁজে বের করতে পারবে। ১৪০ কোটি জনসংখ্যাকে ওয়েঙ্গার ‘সোনার খনি’ আখ্যা দিয়েছেন। কল্যাণ চৌবে এবং সেক্রেটারি জেনারেলের সঙ্গে বৈঠক করে ভালো লেগেছে বলে জানিয়েছেন ফিফার এই কর্মকর্তা, এ থেকে ফলপ্রসূ কিছু ঘটবে বলে আশাবাদী তিনি।