অনেক টাল বাহানের পর ইস্টবেঙ্গলে আসারই সিদ্ধান্ত নিলেন অরিন্দম ভট্টচার্য| আসন্ন আইএসএলে লাল-হলুদের জার্সিতে নামতে চলছেন গোল্ডেন গ্লাভস জয়ী তারকা গোলকিপার|
এবছরের শুরুতেই মুম্বই থকে অমরিন্দর সিংকে দলে নিয়েছিল এটিকে-মোহনবাগান| অরিন্দমের ভবিষ্যত তখনই অনিশ্চিত হয় পড়েছিল সবুজ-মেরুন শিবিরে| গত আইএসএলে মোহনহবাগানের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখালেও, ফাইনালে সামাল দিতে পারেননি তিনি|
এরপরই গোলরক্ষক বদলের সিদ্ধান্ত নেয় এটিকে-মোহনবাগান| আর অগস্টের শেষেই অরিম্দম ভট্টাচার্যকে ছেড়ে দেয় তারা|
সমস্যা মিটিয়ে আইএসএলে খেলার কথা ঘোষণা করে লাল-হলুদ শিবিরও এই সময় ফুটবলারের খোঁজে মরিয়া ছিল| গোলকিপার হিসাবে অরিন্দমই যে তাদের প্রধান পছন্দ ছিল তা বলার অপেক্ষা রাখে না|
দলে শঙ্কর, মিরশাদ থাকলেও, অরিম্দম ভট্টাচার্যকে নিতে মরিয়া ছিল এসসি ইস্টবেঙ্গল| আর্থিক চুক্তি নিয়ে শুরু হয়েছিল আলোচনাও| যদিও ইস্টবেঙ্গলের পাশাপাশি অরিম্দমকে নেওয়ার দৌড়ে নেমেছিল আরও একটা দুটো ফ্র্যাঞ্চাইজি|
শেষপর্যন্ত ইস্টবেঙ্গলেই আসার সিদ্ধান্ত নেন তিনি| কথাবার্তা তিনদিন আগেই হয়ে গিয়েছিল| সোমবার সরকারীভাবে এই বঙ্গ গোলকিপারের সঙ্গে চুক্তি করে ফেলল এসসি ইস্টবেঙ্গল| আইএসএলে নামার আগে অরিম্দমের দলে আসা যে ইস্টবেঙ্গলের গোলকিপিং লাইনআপ মজবুত করল তা বলাই বাহুল্য|
অন্যদিক ১৯ সেপ্টেম্বরের পরই ভারতে আসছেন কোচ রবি ফাউলার| বিদেশি বাছার কাজ মোটামুটি হয় গিয়েছে| বিদেশি স্কোয়াড নিয়েই আসবেন লাল-হলুদের তারকা কোচ|