কলকাতা: সেমি ফাইনালে ঝড় তুলে ১০০ রান তুলে নিয়েছিলেন ব্যাটে। আর গ্যালারিতে বসে নিজের ভালোবাসার মানুষকে চুমু ছুড়ে দিয়েছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। কিন্তু ফাইনালে (World Cup Final 2023) ছলছল চোখে ২২ গজ ছাড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। স্বপ্নভঙ্গের সেই ব্যথা পৌঁছয় ভক্তদের কাছেও। কারণ, শেষ মুহূর্তে এই হার মেনে নেওয়া কষ্টকর ছিল তাঁদের কাছেও। তবে, বিশ্বজয়ের স্বপ্ন অধরা থাকলেও বিরাটের একজন অনুষ্কা রয়েছেন। রবিবাসরীয় রাতে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ব্যর্থতার পর ভাইরাল হওয়া একটি ছবিই সেই কথা বলে দেয়।
ছবিতে দেখা যাচ্ছে, বিরাটকে বাহুডোরে জাপটে রেখেছেন অনুষ্কা। চোখ মাটির দিকে রয়েছে নায়িকার। তাঁর হাতের শিরাই বলে দিচ্ছে সেই আলিঙ্গন কতটা উষ্ণ, কতটা ভরসা দেওয়ার। অনুষ্কা সমস্তটা দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন কোহলিকে। আর তারকাদম্পতির সেই ছবিই এখন নেটপাড়ায় চর্চায়। সেলেবদেরও নজর কেড়েছে বিরুষ্কার এই ছবি।
আরও পড়ুন: জীবনের প্রথম উপার্জনে সৌরভকে কী উপহার দিলেন মেয়ে সানা?
অভিনেত্রী ক্যাটরিনা কাইফ রবিবারের ম্যাচের আগের রাতেই কিং কোহলির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। ফাইনাল ম্যাচের দিনও নরেন্দ্র মোদি স্টেডিয়ামের কমেন্ট্রি বক্সে সলমন খানের সঙ্গে হাজির ছিলেন অভিনেত্রী। সেখানেই বিরুষ্কা জুটি নিয়ে বড় কথা বলেন তিনি। ক্যাটরিনা জানান, “বিরাট-অনুষ্কা একে-অপরের প্রতি দারুণ সাপোর্টিভ। সবসময়ে পাশে থাকে। বিরাট যখন খেলেন, তখন অনুষ্কার মুখে যে হাসিটা থাকে, সেটা দারুণ একটা বিষয়। বিরাট যেরকম নিষ্ঠাবান, সংযমী মানুষ, সেটা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার। ওঁর ফিটনেস প্রশংসনীয়।”
দেখুন আরও অন্য খবর: