কলকাতা: বলিউডে (Bollywood) নজরকাড়া ছবির তালিকায় নাম রয়েছে অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap)। কিন্তু, এত সফল একজন পরিচালকের জীবনেও যে এমন হতে পারে সেটা কে জানত! এক সাক্ষাৎকারে অনুরাগ বলেন, একটা সময় হঠাৎ তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্টটি বন্ধ হয়ে যায় এবং নেটফ্লিক্স-এর সঙ্গে বেশকিছু সমস্যাও শুরু হয়। সেই সময় তাঁর অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে প্রতি মুহূর্ত যেন বিভীষিকা। বিষণ্নতায় চলে গিয়েছিলেন তিনি। এমনকী দু’বার হার্ট অ্যাটাকও হয়েছিল তাঁর।
অনুরাগ কাশ্যপ জানান, সেই সময়ে তিনি মদ্যপানে এতটাই আসক্ত হয়ে পড়েছিলেন, যে প্রচুর পরিমাণে মদ্যপান করতে শুরু করেছিলেন। ‘তান্ডব’ সিরিজ নিয়ে হইচই হওয়ার পরে, ওটিটিতে মুক্তি পাওয়া অনেক ওয়েব শো এবং চলচ্চিত্র হয় বন্ধ করা হয়েছিল বা পুনরায় কাজ শুরু করা হয়েছিল। এরমধ্যে অনুরাগ কাশ্যপের প্রজেক্ট ‘ম্যাক্সিমাম সিটি’ও ছিল। তিনি সুকেতু মেহতার ‘ম্যাক্সিমাম সিটি’ নিয়ে একটি সিনেমা বানাতে চেয়েছিলেন। যা নেটফ্লিক্সে মুক্তি পাবে। কিন্তু, এই ওটিটি প্ল্যাটফর্মটি সেই প্রজেক্ট বানাতে রাজি হয়নি এবং অনুরাগ কাশ্যপকে এই প্রকল্পটি মাঝপথে ছেড়েও দিতে হয়েছিল।
আরও পড়ুন: গোয়ায় চলচ্চিত্র উৎসবে গিয়ে মঞ্চে পড়ে গেলেন শাহিদ কাপুর
অনুরাগ জানান, সইফ আলি খান ও মহম্মদ জিসান আয়ুবের ‘তাণ্ডব’ সিরিজ ঘিরে বিতর্কের জেরেই নাকি ওই স্ট্রিমিং জায়েন্ট মুক্তির চুক্তি থেকে সরে যায়। সেই সময় ভেঙে পড়েছিলেন অনুরাগ। কারণ পরিচালকের মতে এটি তাঁর করা সেরা কাজ ছিল। এদিকে অতিমারী ও লকডাউনের জেরে ‘অলমোস্ট প্যায়ার উইথ ডিজে মহব্বত’-এর কাজও পিছিয়ে গিয়েছিল। এতেই বিপর্যস্ত হয়ে পড়েন অনুরাগ। মদে আসক্ত হয়ে পড়েছিলেন অনুরাগ। তীব্র অবসাদ ঘিরে ফেলেছিল তাঁকে। দুবার হৃদরোগে আক্রান্ত হন পরিচালক-প্রযোজক। রিহ্যাবে যেতে হয়েছিল তাঁকে।
দেখুন আরও অন্য খবর