লেখাপড়ায় মন না বসার অন্যতম কারণ খেলাধূলা| এই অভিযোগে বাবা-মায়ের কাছে অল্প বিস্তর বকাঝকা সব সন্তানেরাই চিরকাল শুনে এসেছে| এবং আসবেও| কিন্তু গবেষনাগারে থেকেও অলিম্পিকের সোনার পদক গলায় তোলার নজির বিরল|
এ তো মেয়ে নয়, যেন দেবতা নিশ্চয়| অস্ট্রিয়ার আনা কিসেনহফার চলতি টোকিও অলিম্পিকে সাইক্লিংয়ে সোনা জিতেছেন| টেকলিক্যাল ইউনিভার্সিটি অব ভিয়েনা থেকে গণিত শাস্ত্র নিয়ে উত্তীর্ণ হওয়ার পর মাস্টার্স করেছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে| পিএইচডি করেছেন পলিটেকনিক ইউনিভার্সিটি অব ক্যাটালোনিয়া থেকে| বর্তমানে গবেষনারত|
অ্যাথলিট হিসাবে জীবন শুরু করলেও, চোট-আঘাত তাঁর স্বপ্ন পূরণ করতে পারেনি| কিন্তু থেমে থাকেননি| ছেড়ে যাননি ক্রীড়াক্ষেত্র| এক সময় ট্রায়াথেলন, ডুয়াথেলনে নামলেও, চোটের পর সেই দৌড়ে রাশ টেনেছিলেন| এবং সিদ্ধান্ত নিয়েছিলেন আরও দ্রুত এগিয়ে যাওয়ার| সেই কারনেই বেছে নিয়েছিলেন সাইক্লিং| ২০১৪ সাল থেকে দুচাকায় বিশ্বজয়ের যাত্রা শুরু|
বিভিন্ন প্রতিযোগিতায় পদক জয় তাঁকে অলিম্পিকের ছাড়পত্র এনে দিয়েছিল| ১৮৯৬ সালে এথেন্স গেমস দিয়ে শুরু হয়েছিল অলিম্পিক| সেই থেকে অস্ট্রিয়ার প্রথম সাইক্লিস্ট হিসাবে অলিম্পিকে সোনার পদক যে আনার গলায় উঠবে ভাবতে পারেনি কেউই| ২০১৬ রিও অলিম্পিকে রুপোজয়ী নেদারল্যান্ডসের অ্যানেমেক ফান ফ্লুয়েটেন কে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার পর আনা নিজেও ভাবতে পারেননি তিনি সোনা জিতেছেন| কিন্তু এটাই সত্যি|