মুম্বই: আম্বানিদের পার্টিতে গলায় সাপ জড়িয়ে ছবি তুলেছিলেন। ইশা অম্বানীর সন্তানদের জন্মদিনে সাপ নিয়ে খেল দেখালেন অনন্যা পাণ্ডে। সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন। তাতেই ঘটল বিপত্তি।
এবার নেটপাড়ায় সমালোচিত হলেন অনন্যা পাণ্ডে (Ananya Panday)। চাপের মুখে সাপের ছবি সরালেন অভিনেত্রী। তার বদলে শুধু সারমেয় ছানার সঙ্গে তাঁর ছবি রয়েছে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী অনন্যা লেখেন, ‘‘আমার কাছে স্বর্গ মানে সাপ ও কুকুর ছানা। এই দুই জন্তু আমার ভীষণ প্রিয়।’’ তবে শুধু অনন্যা নয়, সাপ নিয়ে কেরামতি দেখান শাহরুখ খানও।
আরও পড়ুন: শাহরুখের মন্নতে ‘ডেভিড বেকহ্যাম’
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, ইশার ভাই অনন্ত অম্বানী শাহরুখের হাতে একটি সাপ ধরিয়ে দেন। হাতে সাপ ধরিয়ে দেওয়ার পরেও এক বারও বুক কাঁপেনি শাহরুখের। তার পরে শাহরুখের ঘাড়েও একটি সাপ রেখে দেন অন্য এক জন।
অন্য খবর দেখুন: