গোয়া: ফুটবলের শেষ প্রহরি বলতে বোঝায় গোলকিপারকে| এটিকে-মোহনবাগানের কোচ আন্তোনিও লোপেজ হাবাস বারবারই তিন কাঠির নীচে দাঁডিয়ে থাকা গোলকিপারকে বাড়তি গুরুত্ব দিয়ে থাকেন| গতবার আইএসএলে মুম্বই এফসির বিরুদ্ধে ফাইনালে অরিন্দম ভট্টাচার্যের ভুলেই চ্যাম্পিয়নশিপ হাতছাড়া হয়েছিল এটিকে-মোহনবাগানের|
এই ভুল যাতে এবারের আইএসএলে না হয়, সদিকেই শুরু থেকে নজর হাবাসের| অমরিন্দর সিং, অভিলাস পালদের টেনিস বলে অনুশীলনের নির্দশ দিয়েছেন সবুজ-মেরুন শিবিরের হেডস্যার|
তাঁর মতে টনিস বলে অনুশীলনে গোলকিপারদের দক্ষতা বাড়ার পাশাপাশি রিফ্লেকসন এবং বলের দিকে চোখের নজরও ঠিক থাকে| এই কারণে প্রস্তুতির সময় তিন থেকে চারবার করে বিভিন্ন সময়ে টেনিস বলে মোহনবাগান গোলকিপারদর প্রস্তুতি করাচ্ছেন মোহনবাগানের গোলকিপিং কোচ|
আগাী ১৯ নভেম্বর শুরু হচ্ছে নতুন আইএসএল| প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামছে এটিকে-মোহনবাগান কোচ| এএফসি চ্যাম্পিয়ন হতে পারেনি তাঁর দল| আইএসএল শুরুর আগে তাই প্রস্তুতিতে এতটুকুও খামতি রাখতে চাননা তিনি|