কলকাতা: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হেড কোচ হিসেবে রুবেন অ্যামোরিমের (Ruben Amorim) শুরুটা ভালো হল না। ইপসউইচ টাউনের বিরুদ্ধে ১-১ ড্রয়ে শেষ হল খেলা। ম্যাচের পর অ্যামোরিম বললেন, খেলোয়াড়দের তাঁর নতুন সিস্টেমে মানিয়ে নিতে সময় লাগবে। মাত্র দু’দিন অনুশীলন করিয়েছেন তিনি। রাতারাতি ম্যান ইউ (Man Utd) ভালো খেলতে পারে না।
ম্যাচের শুরুটা কিন্তু স্বপ্নের মতো হয়েছিল। দুই মিনিটের মধ্যে এগিয়ে যায় ওল্ড ট্রাফোর্ডের ক্লাব। ডান প্রান্ত ধরে বল নিয়ে দারুণ স্প্রিন্ট টানেন আমাদ দিয়ালো। বক্সের মধ্যে মাপা ক্রস বাড়ান যাতে পা ছুঁয়ে গোল করেন মার্কাস র্যাশফোর্ড (Marcus Rashford)। প্রিমিয়ার লিগে (Premier League) এ মরসুমে এটা তাঁর দ্বিতীয় গোল। তবে সেরা ফর্মের র্যাশফোর্ডকে এখনও দেখা যাচ্ছে না। নতুন কোচের আমলে তাঁর উন্নতি হয় কি না সেটাই দেখার।
আরও পড়ুন: ভেঙ্কটেশ আইয়ার’কে কেন এত দামে কিনল KKR?
@AmadDiallo_19 x @MarcusRashford #MUFC || #IPSMUN pic.twitter.com/0JTkGpM96k
— Manchester United (@ManUtd) November 24, 2024
৪২ মিনিটে গোল শোধ করে দেয় ইপসউইচ। ম্যাচের প্রথম দিকে ম্যান ইউ দাপট দেখালেও ক্রমশ খেলায় ফেরে তারা। রেড ডেভিলদের গোলকিপার আন্দ্রে ওনানা অবিশ্বাস্য কিছু সেভ না করলে এই ম্যাচ থেকে খালি হাতে ফিরতে হত অ্যামোরিমকে।
অন্যদিকে লিভারপুলের জয়রথ এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য গতিতে। মহম্মদ সালাহ (Mohammad Salah) তাঁর আগের সেরা ফর্ম ফিরে পেয়েছেন। এদিন সাউদাম্পটনের বিরুদ্ধে ১-২ পিছিয়ে গিয়েও ৩-২ জেতার কারণ মিশরের মেসির জোড়া গোল। ডমিনিক সোবোস্লাইয়ের গোলে প্রথমে এগিয়ে যায় লিভারপুল। এরপর আর্মস্ট্রং এবং ফার্নান্ডেজের গোলে ২-১ এগিয়ে যায় সাউদাম্পটন। এরপর ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন সালাহ, ৬৫ এবং ৮৩ মিনিটে গোল করে পুরো তিন পয়েন্ট দখল করেন তিনি। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটি আট পয়েন্ট পিছনে।
দেখুন অন্য খবর:
The post ড্র দিয়ে শুরু ম্যান ইউয়ের অ্যামোরিম যুগ, শীর্ষে লিভারপুলই first appeared on KolkataTV.
The post ড্র দিয়ে শুরু ম্যান ইউয়ের অ্যামোরিম যুগ, শীর্ষে লিভারপুলই appeared first on KolkataTV.