কলকাতা: দক্ষিনী ছবির কথা বললে এককথায় যে কয়েকটি ছবির কথা মনে পড়ে তা হল, বাহুবলী(Bahubali), আরআরআর (RRR) এবং পুষ্পা (Pushpa)। এবার আসছে এই পুষ্পা ছবির দ্বিতীয় পর্ব পুষ্পা ২ (Pushpa 2)। আল্লু অর্জুন (Allu Arjun) এই মুহূর্তে ব্যস্ত ছবির শুটিংয়ে। জানা যাচ্ছে, সম্প্রতি অভিনেতা জথারা অবতারে একটি দৃশ্যের শুটিং করেছেন। ছবিটির শুটিং হচ্ছে হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটিতে। ২০২৪ সালে ১৫ অগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা ২’।
সুকুমার পরিচালিত এই ছবিতে অভিনেতা ফাহাদ ফাসিলকে তাঁর পূর্ববর্তী চরিত্রেই ফিরতে দেখা যাবে। এস পি ভওয়ার সিংহ শেখাওযাতের চরিত্রে অভিনয় করবেন তিনি, এছাড়া রশ্মিকা মান্দান্নাও ফিরবেন তাঁর মল্লেটি শ্রীভল্লীর চরিত্রে। ২০২১ সালে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান আল্লু অর্জুন।