কলকাতা: পাঁচ বছর ভারতীয় দলে সুযোগ পাননি। আইপিএল-ও খেলেছিলেন তিন বছর আগে। সোমবার সকালে হঠাৎই খবরের শিরোনামে তিনি। সৌজন্যে অবসর ঘোষণা। আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি।
দেশের জার্সিতে ৬টি টেস্ট, ১৪টি ওয়ান ডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন ৩৭ বছরের তারকা। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রজার বিনির পুত্র স্টুয়ার্ট ২০১৪-র জুনে ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ৪ রান খরচ করে তুলে নিয়েছিলেন ৬ উইকেট। সেটাই ওয়ান ডে’র ইতিহাসে কোনও ভারতীয় বোলারের সেরা বোলিং ফিগার। সেই বোলিং স্পেলের অধিকারী স্টুয়ার্টের আচমকা অবসর ঘোষণায় কিছুটা হতাশ ক্রীড়া মহল।
সোমবার এক বিবৃতিতে স্টুয়ার্ট জানান, ‘সকলকে জানাতে চাই, প্রথম শ্রেণির এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। দেশের হয়ে সর্বোচ্চ স্তরে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি গর্বিত এবং আনন্দিত।…আশা করি ভবিষ্যতেও আপনাদের পাশে পাব।’ ২০১৪-র জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান-ডে ম্যাচে সর্বপ্রথম দেশের জার্সি গায়ে চাপান তিনি। ওই বছর জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টেই দ্বিতীয় ইনিংসে ৭৮ রান করেছিলেন তিনি।
আরও পড়ুন: অতিরিক্ত ব্যাটসম্যান খেলানোয় সায় নেই বিরাটের
মহেন্দ্র সিং ধোনি হাত ধরেই জাতীয় দলে সুযোগ পান স্টুয়ার্ট। দেশের হয়ে টেস্ট, ওয়ান ডে, টি টোয়েন্টি ছাড়াও আইপিএলে ৯৫টি ম্যাচ খেলেছেন কর্ণাটকের অলরাউন্ডার। ২০১৯-২০২০ মরসুমে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন নাগাল্যান্ডের হয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৯টি ম্যাচ খেলে ৩৯৩৫ রান করার পাশাপাশি ১২৪টি উইকেট নিয়েছেন স্টুয়ার্ট বিনি। অবসর ঘোষণার বিবৃতিতে বিনি বিসিসিআই, কর্ণাটকের ক্রিকেট সংস্থা ছাড়াও সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন।