তালিবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির ক্রিকেট নিয়ে যে আশঙ্কা জেগেছিল,তা কাটতে চলেছে। দেশের জাতীয় ক্রিকেটারদের অনুশীলন শুরু হতেই কেটে গেছে অনিশ্চয়তার মেঘ। যদিও পাকিস্তানের সঙ্গে সিরিজটি ঘিরে ছিল ঘোর অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তার মেঘ সরিয়ে দিলেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি। তিনি জানিয়েছেন,দুই-একদিনের মধ্যেই শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়ে দল রওনা দেবে ।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের এই সিরিজ হওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমির শাহিতে। সেই দেশটিতেই কদিন পর শুরু হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের স্থগিত এবারের আইপিএলের বাকি অংশ। তাই ম্যাচের কেন্দ্র বদল করে তিন ম্যাচের সিরিজটি এখন হবে শ্রীলঙ্কার হাম্বামটোটায়।
২০ বছর পর আফগানিস্তানের ক্ষমতা আবার তালিবানরা ফেরায় অনিশ্চয়তা জেগেছে অনেক কিছু নিয়েই। সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। কিন্তু শঙ্কার সেই কালো মেঘ অনেকটাই কেটে যায় বুধবার, কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটাররা অনুশীলন শুরু করায়।
কিন্তু তালিবানরা রাজধানী কাবুলের দখল নেওয়ার পর সেখানকার বিমানবন্দর বন্ধ হয়ে রয়েছে। তাই ঠিক কবে শ্রীলঙ্কার উদ্দেশে আফগানিস্তান দল রওনা দেবে, সেটা নিয়ে আছে অনিশ্চয়তা। শিনওয়ারি ভারতের এক ক্রিকেট ওয়েবসাইট বৃহস্পতিবারও জানান, পাকিস্তান সিরিজ হচ্ছে-এটা নিশ্চিত।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি
“ক্রিকেট সঙ্গে যুক্ত সবকিছু ঠিকঠাকই চলছে। আমরা, পদাধিকারীরা অফিসে (এসিবি) যাচ্ছি। শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তান সিরিজের জন্য আফগান ক্রিকেট দল প্রস্তুতি নিচ্ছে। এই সফর নিশ্চিত। যত দ্রুত সম্ভব শ্রীলঙ্কায় দল পাঠাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আফগানিস্তানে পালাবদল চলছে, তাই বিমান চলাচল বন্ধ বলে আমাদের পরিকল্পনার ওপর প্রভাব পড়েছে। তবে বিমান পরিষেবা চালু হলেই দল যত দ্রুত সম্ভব রওনা দেবে । কাবুলে ছেলেরা একসঙ্গে আছে এবং তারা সামনের সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে।”
“আমরা আশা করছি, আগামী দু – এক দিনের মধ্যে দল রওনা হবে । শ্রীলঙ্কা ক্রিকেট ও পিসিবিকে আমরা সবকিছু জানিয়েছি এবং তারাও প্রস্তুত। আমাদের সিরিজটি আয়োজন করার সাংগঠনিক দায়িত্ব নেওয়ার জন্য এসএলসির প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।”
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ: সংশয় থাকলেও খেলবে আফগানিস্তান, ঘোষণা মিডিয়া ম্যানেজারের
আগামী ৩ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা আফগানিস্তান-পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শ্রীলঙ্কায় পৌঁছে দুই দলকেই থাকতে হবে তিন দিনের আইসোলেশনে।
তালিবানদের শাসনকালেই ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল তৎকালীন আফগানিস্তান ক্রিকেট ফেডারেশন (এখনকার আফগানিস্তান ক্রিকেট বোর্ড)। এরপরই তাদের অন্তর্ভুক্ত করা হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলে।
শিনওয়ারির অবশ্য আগে থেকেই বিশ্বাস ছিল, খেলাধূলার ওপর রাজনৈতিক পরিস্থিতির কোনো বিরূপ প্রভাব পড়বে না। তাই জাতীয় দলের সিরিজের পাশাপাশি নির্ধারিত সময়ে আফগান যুব দল বাংলাদেশ সফরেরও যাবে বলে, সকলে আশাবাদী।
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের আগামী ৩১ অগস্ট বাংলাদেশে পা রাখার কথা। বাকি আর মাত্র ১০ দিন। এরপর তারা সিলেটে থাকবে তিন দিনের কোয়ারেন্টিনে। আগামী ৭ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা পাঁচ ম্যাচের যুব দলের ওয়ানডে সিরিজ। এরপর ১৭ সেপ্টেম্বর থেকে যুব টেস্ট। সবগুলো ম্যাচই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এখন দেখার সিনিয়র জাতীয় দলের ক্রিকেটাররা কবে রওনা দেয়।
ছবি: সৌ-টুইটার