একদিকে যেমন আনন্দের আলো, অন্যপক্ষে হতাশার অন্ধকার। নবমীর রাতেই সম্ভবত বিসর্জন হয়ে গেল পাকিস্তানের। এখনও চারটে ম্যাচ বাকি আছে তাদের। সেমিফাইনালে যাওয়ার সুযোগও আছে। কিন্তু বাবর আজমরা (Babar Azam) যে মানের ক্রিকেট খেলছেন তাতে সেমিফাইনাল যাওয়ার আশা খুব ক্ষীণ। এক তো পয়েন্টের হিসেব, নেট রান রেটেও খারাপ অবস্থা। তাছাড়া আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে হার পাক ক্রিকেটারদের মনোবলে আঘাত করতে বাধ্য।
বরাবর শক্তিশালী বোলিং আক্রমণের জন্য পরিচিত পাকিস্তান। ওয়াসিম আক্রম (Wasim Akram), ওয়াকার ইউনিস, শোয়েব আখতারদের (Shoaib Akhtar) উত্তরসূরিরা যা পারফরম্যান্স দিচ্ছেন তা পাতে দেওয়ার যোগ্য না। না পেস, না স্পিন, কোনও বিভাগই দাগ কাটতে পারছে না। এর সঙ্গে যোগ হয়েছে জঘন্য ফিল্ডিং। জঘন্য বললেও কম বলা হয়। শাহিন আফ্রিদিরা (Shahin Afridi) আফগানিস্তান ম্যাচে যেরকম ফিল্ডিং করেছেন তার ক্লিপিংস দিয়ে ইউটিউবে ‘ফানি ভিডিও’ আসতে চলেছে খুব শিগগির।