স্পোর্টস ডেস্ক: ফিফা ক্লাব বিশ্বকাপে (FIFA Club World Cup) ঘটে গেল জোড়া অঘটন। ইউরোপের দুই বড় ক্লাব হেরে গেল দুই অ-ইউরোপীয় ক্লাবের কাছে। পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটি (Man City) হেরে গেল সৌদি আরবের আল হিলালের (Al Hilal) কাছে। এদিকে ব্রাজিলের ফ্লুমিনেন্সে (Fluminense) হারিয়ে দিল ইতালির অন্যতম সফল ক্লাব ইন্টার মিলানকে (Inter Milan)। আল হিলাল এবং ফ্লুমিনেন্সে উঠে গেল কোয়ার্টার ফাইনালে।
সিটি এবং হিলালের ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত ৪-৩ ফলে এর্লিং হালান্ডদের স্তম্ভিত করে জিতে যায় সৌদির দল। জোড়া গোল করে নায়ক তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস লিওনার্দো। ৩-৩ হওয়ার পর ১১২ মিনিটে জয়সূচক গোলটা তিনিই করেন। হিলালের আর এক গোলদাতা কালিদু কুলিবালি বলেন, আমরা জানতাম যে বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে ম্যাচ কঠিন হবে। আমরাও আমাদের আইডিয়া, প্রতিভা এবং শক্তি প্রদর্শন করতে চেয়েছিলাম।
আরও পড়ুন: আজ শুরু উইম্বলডন, প্রথম দিনে নামছেন আলকারাজ
এদিকে ফ্লুমিনেন্সের কাছে ০-২ হেরে গিয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ রানার্স ইন্টার। ম্যাচের তিন মিনিটে ব্রাজিলের ক্লাবকে এগিয়ে দেন তাদের স্ট্রাইকার জারমাঁ কানো। মার্কাস থুরাম, লাতারো মার্তিনেজরা থাকা সত্ত্বেও গোল শোধ করতে পারেনি ইতালির ক্লাব। উল্টে অতিরিক্ত সময়ের তিন মিনিটে কাউন্টার অ্যাটাকে ২-০ করেন হারকিউলিস।
মঙ্গলবার (ভারতীয় সময়ে বুধবার) কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্যে মুখোমুখি রিয়াল মাদ্রিদ এবং জুভেন্তাস। বুধবার ভোরে আমেরিকান দল মন্টেরির বিরুদ্ধে খেলবে বরুসিয়া ডর্টমুন্ড। বায়ার্ন মিউনিখ, পিএসজি, পামেইরাস এবং চেলসি আগেই শেষ আটে উঠে গিয়েছে। কোয়ার্টারে ফ্লুমিনেন্সে মুখোমুখি হয়েছে আল হিলালের, ফলে সেমিফাইনালে একটা অ-ইউরোপীয় ক্লাবের ওঠা নিশ্চিত।
দেখুন অন্য খবর: