বেঙ্গালুরু: দলীপ ট্রফির সেমিফাইনাল শেষ হল নাটকীয় রুপে। চূড়ান্ত দিনে সময়ে নষ্টের অভিযোগ উঠল উত্তরাঞ্চলের বোলারদের বিরুদ্ধে। ৫.৫ ওভার বল করতে ৫৩ মিনিট সময় নেয় জয়ন্ত যাদবের দল। যা দেখে হতবাক দক্ষিণাঞ্চলের ব্যাটার এবং ক্রিকেটপ্রেমীরা। অভিযোগ উঠেছে, সময় নষ্ট করার একমাত্র কারণ ফাইনালে উঠতে চেয়েছিলেন উত্তরাঞ্চলের ক্রিকেটাররা। যদিও সেই আশা পূরণ হল না। ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হল তাঁদের।
বেঙ্গালুরুতে টানা বৃষ্টির জন্য প্রায় ১০০ মিনিট খেলা বন্ধ ছিল। শনিবারের ম্যাচে সেই সুযোগটাই নিতে চেয়েছিলেন উত্তরাঞ্চলের অধিনায়ক জয়ন্ত যাদব। প্রতিটি বলের পরই বোলারের সঙ্গে আলোচনাস করছিলেন তিনি। এছাড়াো ফিল্ডিং সাজানো আরও অন্যান্য কাজর মাধ্যমে সময় নষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন দিল্লির ছেলে জয়ন্ত। ৫.৫ ওভার বল করতে ৫৩ মিনিট সময় নেন তাঁরা। প্রতি ওভারের জন্য প্রায় ১০ মিনিট করে সময় যায়। শুধু ৩৫তম ওভার করতেই ১২ মিনিট সময় নেয় উত্তরাঞ্চল।
আরও পড়ুন: WC 2023| IND vs PAK | বিশ্বকাপে ভারত সফরে এখনও ‘না’ পাক সরকারের
জয়ের জন্য দক্ষিণাঞ্চলের প্রয়োজন ছিল ১৯৪ রান। আর হাতে ছিল ৫.৫ ওভার। অন্যদিকে ১০ উইকেটের লক্ষ্যে উত্তরাঞ্চল। বৃষ্টির জন্য অনেকক্ষণ সময় এমনিতেই নষ্ট হয়ে গিয়েছিল। বাকি ৫.৫ ওভার কোনও ভাবে কাটিয়ে দিলে ম্যাচ অমীমাংসিত হত। সেক্ষেত্রে প্রথম ইনিংসে ৩ রানে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে জায়গা পাকা হয়ে উত্তরাঞ্চলের। সেই চেষ্টাতেই ছিলেন জয়ন্ত এমনই অভিযোগ উঠছে।
যদিও এত অভিযোগের মধ্যেও দক্ষিণাঞ্চলের অধিনায়ক হনুমা বিহারি এই ঘটনা নিয় হতবাক বা হতাশ কোনওটাই হননি। তিনি বলেন, ‘‘একই পরিস্থিতিতে আমি থাকলে, একই কাজ হয়তো করতাম। এই রকম অনেক ম্যাচ খেলেছি ঘরোয়া ক্রিকেটে, যে ম্যাচগুলতে চূড়ান্ত পর্বে দলগুলো মন্থর বোলিং করেছে। তাই সেক্ষেত্রে কোনও অন্যায় করেনি উত্তারাঞ্চল।’’