Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ |
K:T:V Clock
2028 LA Olympics: ক্রিকেট নিয়ে হাল ছাড়ছে না আই সি সি
দীপঙ্কর গুহ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১, ০৭:৫৬:১৪ পিএম
  • / ৩৮৮ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

এখনই হাল ছাড়ছে না, আইসিসি। আগামী বছর অগাস্ট মাসে আবার’ক্রিকেট’নিয়ে দরবার করবে আই সি সি। অতিরিক্ত স্পোর্টস হয়ে যাতে ক্রিকেট ২০২৮ লস এঞ্জেলেস অলিম্পিক্স আসরে জায়গা করে নিতে পারে। ইতিমধ্যে আইসিসি এই দাবি জানিয়েছে। আর এই উদ্যোগে আইসিসি পাশে পেয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডকে (BCCI)।

ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (IOC) তিনদিন আগেই সেই আসরের জন্য স্কাটবোর্ডিং (Skateboarding), সার্ফিং (surfing) আর স্পোর্টস ক্লাইম্বিং (Sports climbing) জায়গা করে নিয়েছে। আপাতত বাতিলের তালিকায় রয়েছে, বক্সিং (Boxing), ওয়েটলিফটিং (weightlifting) আর মডার্ন পেন্টাথলন (Modern Pentathlon)। এইসব গেমসের আন্তর্জাতিক ফেডারেশন গুলিকে বলে দেওয়া হয়েছে,২০২৩ সালের মধ্যে যাবতীয় শর্ত মেনে নিজেদের সংবিধানের নিয়ম কানুন বদলে ফেললে মিলবে ছাড়পত্র।

যে ২৮ টি খেলার তালিকা প্রকাশ করেছে আইওসি (IOC) সেইসব খেলাগুলো নিয়ে ভোট নেওয়া হবে। বেজিংয়ে ফেব্রুয়ারি মাসে সেই ভোট। তারপর মিলবে সরকারিভাবে গেমসের ছাড়পত্র। যদিও এই ভোট পদ্ধতি শুধুই নিয়ম রক্ষার কাজ।

ক্রিকেটের সম্ভাবনা:

নিয়ম মতো আয়োজক দেশও অতিরিক্ত স্পোর্টস আসরে রাখার প্রস্তাব জানাতে পারে ২০২৩ সালের মধ্যে। আর রাস্তা ধরেই আইসিসি (ICC) আশায় দিন গুনছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিকেট সংস্থার সঙ্গে সারাক্ষণ যোগাযোগ রাখা হচ্ছে, যাতে তারা নিজের দেশের অলিম্পিক সংস্থার সঙ্গে কথা বলে, ক্রিকেটকে ২০২৮ অলিম্পিক্সের আসরে রাখতে পারে।

আরও অনেক খেলার ডাক:

পশ্চিমী দুনিয়ায় বেসবল ( Baseball), সফটবল ( Softball) এবং আমেরিকান ফুটবলার একটা খেলাও অতিরিক্ত স্পোর্টস ক্যাটাগরিতে থাকার দৌড়ে আছে। তার সঙ্গে জুড়ে রয়েছে ক্রিকেটও। আইসিসি এই মিশনের জন্য একটি বিশেষ কমিটি গড়ে রেখেছে। সেই কমিটির এক প্রতিনিধি বলেছেন, ‘আয়োজক দেশ বাড়তি গেমসের দাবি জানাতে পারবে ২০২৩ সাল থেকে। সেখানেই ক্রিকেট জায়গা করে নেবে বলে সকলের আশা’।

কোনও সন্দেহ নেই, লড়াইটা কঠিন। কোনও নিশ্চয়তা নেই। আরও কিছু জনপ্রিয় খেলার সঙ্গে ক্রিকেটকে লড়াই চালিয়ে যেতে হচ্ছে। কিন্তু ২০২৮ যে এক দারুণ মঞ্চ, তা নিয়ে কোনও সংশয় নেই।

আইসিসির ছক:

গত আগস্ট মাসে আইসিসি ২০২৮ সালের লস এঞ্জেলেস অলিম্পিক্স আসরে ক্রিকেট রাখার জন্য উদ্যোগে নেয়। সঙ্গে পেয়ে যায়, ভারতীয় ক্রিকেট বোর্ডকেও।
বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা, একটি বিশেষ কমিটি বানায়- অলিম্পিক ওয়ার্কিং গ্রুপ। যে কমিটি এই মিশনকে সফল করবে।

আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেছেন, ‘এই দাবি নিয়ে আমরা একজোট। ভবিষ্যতের কথা মাথায় রেখে আমাদের মনে হয়েছে, ক্রিকেটের জন্য অলিম্পিক্সও আদর্শ এক মঞ্চ। ১০০ কোটি ক্রিকেট ফ্যান গোটা দুনিয়ায় এই খেলাটি দেখে। তাদের ৯০ শতাংশ চায়, ক্রিকেট আসুক অলিম্পিকের মতো আসরে।

২০২৪ সালে, চার বছর আগে- আইওসি (IOC) ঠিক করে নেবে, অতিরিক্ত গেমসের তালিকায় লস এঞ্জেলেস অলিম্পিক্স আয়োজক সংস্থায় প্রস্তাবিত খেলাগুলোর মধ্যে কোনটা-কোনটা থাকবে। এরআগে টোকিয়ো , প্যারিস (২০২৪) সেই সুযোগ পেয়েছে আর পেতেও চলেছে। লস এঞ্জেলেস হবে তৃতীয় আয়োজক সংস্থা, যারা এইভাবে গেমসে নিজেদের পছন্দের খেলা ঢোকাতে পারবে।

টোকিয়ো (Tokyo) অলিম্পিক্স আসরে এইভাবে জায়গা পেয়েছিল, বেসবল, সফ্টবল, ক্যারাটে, স্কেটবোর্ডিং, স্পোর্টস ক্লাইম্বিং আর সার্ফিং। প্যারিস গেমসে (২০২৪) থাকছে-সার্ফিং আর ব্রেক ড্যান্স। সবই জায়গা পেয়েছে, অতিরিক্ত স্পোর্টসের তালিকায়। আইওসি (IOC) এই ঠিক করে দিয়েছে, প্রতিটি অলিম্পিক্স আসরে ১০,৫০০ জন ক্রীড়াবিদ যোগ দেবেন,আর ৩১০ টি ইভেন্ট থাকবে।

ছবি:সৌ টুইটার।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

২০ সেপ্টেম্বর রেল রোকোর ডাক, কী কারণে রেল রোকো, কী নির্দেশ হাইকোর্টের?
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
ইজরায়েল খেললে ফুটবল বিশ্বকাপ বয়কট করবে স্পেন!
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
আফগানিস্তানে বন্ধ হল ওয়াইফাই পরিষেবা!
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
ভিক্টোরিয়া মেমোরিয়াল হল প্রাঙ্গণে দুর্গারূপে ডোনা
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
চোখে দেখতে না পেয়েও ১৫ বছর ধরে সাইকেল সারান!
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
পহেলগাঁওয়ে হত্যালীলায় স্বজনহারাদের জন্য ‘রক্তবীজ ২’ এর স্পেশাল স্ক্রিনিং
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
পাশকুঁড়ায় ১২ ঘণ্টার বন্ধ, বিকেলে বিজেপির ঝাঁটা মিছিল
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
হাতির পিঠে চড়ে হত বাড়িতে মায়ের আগমন হত
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
তামিলনাড়ুর মন্দিরের টাকায় বিয়েবাড়ি তৈরির উদ্যোগে সুপ্রিম ধাক্কা
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
ফের দীপিকার ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন! এবার কোন ছবি থেকে বাদ পড়লেন নায়িকা? 
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
২৬-এর ভোটে শমীকের টিমে নেতা কারা?
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
চন্দ্রকোনায় ফুচকা খেয়ে অসুস্থ ৩৫
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করতে চলেছে ভারত!
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
রাজ্যে পর পর ধর্ষণ, সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কংগ্রেসের!
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
বাগদানের গুঞ্জনের মাঝেই হুমার রহস্যময় পোস্ট সকলের নজর কেড়েছে!
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team