স্পোর্টস ডেস্ক: দাবা বিশ্বকাপে প্রথম ভারতীয় মহিলা হিসেবে চ্যাম্পিয়ন হলেন দিব্যা দেশমুখ (Divya Deshmukh)। ফাইনালে টাইব্রেকারে ভারতেরই কোনেরু হাম্পিকে (Koneru Hampi) হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেন দিব্যা। দুই ভারতীয় ফাইনালে ওঠায় ইতিহাস সৃষ্টি হবে তা জানাই ছিল। ছিল শুধু সময়ের অপেক্ষা। তবে প্রথম দুই রাউন্ডের খেলা ড্র হওয়ায় সেই অপেক্ষা তৃতীয় দিনে গড়ায়। শেষ পর্যন্ত ১৯ বছরের দিব্যা হারিয়ে দিলেন ৩৮ বছর বয়সি হাম্পিকে।
এদিন প্রথম র্যাপিড গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলেন দিব্যা। টাইব্রেকারে খেলা চলছিল দ্রুত গতিতে। তবে প্রথম গেম ড্র হয়ে যায়। দ্বিতীয় র্যাপিড গেমে সাদা ঘুঁটি নিয়ে শুরু করেন হাম্পি। তবে দিব্যার থেকে হাম্পি চাল দিতে দেরি করায় এক সময় চাপে পড়ে যান। তাড়াহুড়ো করতে গিয়ে ভুল চাল দিয়ে ফেলেন তিনি। ৩৪ চালের পর দিব্যার কাছে হার স্বীকার করে নেন। অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও বাজিমাত করেন দিব্যা।
আরও পড়ুন: স্টোকস এবং ইংল্যান্ডের তুলোধোনা করল অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম
প্রসঙ্গত, এবারের দাবা বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি করেছিলেন ভারতের মেয়েরা। এই প্রথম ফিড দাবা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন ভারতের চারজন মহিলা দাবাড়ু। কোনেরু হাম্পি, হরিকা দ্রোনাভাল্লি (Harika Dronavalli), রমেশবাবু বৈশালী (Rameshbabu Vaishali) এবং দিব্যা দেশমুখ, এই চারজন উঠেছিলেন। চারজন চীন এবং জর্জিয়ার দাবাড়ু। ভারতীয়দের মধ্যে একজনের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত।
গ্র্যান্ডমাস্টার হাম্পি মুখোমুখি হয়েছিলেন চীনের ইয়ুসিন সংয়ের, গ্র্যান্ডমাস্টার বৈশালী খেলেন চীনের গ্র্যান্ডমাস্টার ঝংয়ি ট্যানের বিরুদ্ধে। আর একটি কোয়ার্টার ফাইনালে চীনের টিংজি লেইয়ের সামনে পড়েন জর্জিয়ার নানা জ্যাংনিজে। প্রসঙ্গত, বৈশালী হলেন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দেওয়া প্রজ্ঞানন্দের বোন।
দেখুন অন্য খবর: