মানবিক সিদ্ধান্ত নিলেন সিএবি প্রেসিডেন্ট গতবছর প্রায় এমন সময়ই ১২০ কিলোমিটার গতিতে বয়ে যাওয়া আমফানের তান্ডবে লন্ডভন্ড হয়েছিল কলকাতা ময়দানের তাঁবুগুলি । ময়দানের একাধিক তাঁবুতে থাকা মাঠকর্মীর সঙ্গে আগের বার সেই দিনগুলোর কথা বলে, বুঝতে পেরেছিলাম বেজায় আতঙ্কের কথা। মালী, ক্যান্টিন কর্মীরা অনেকের মুখে শুনেছিলাম সেবার নাকি ঈশ্বর এঁদের প্রাণে বাঁচিয়ে ছিলেন। এবার আবার “যস” ( JAAS)! এখন পর্যন্ত যা পরিস্থিতি, তাতে হাওড়া, হুগলী, কলকাতাতে সেইভাবে ঝড়ের প্রকোপ দাপিয়ে বেড়াতে নাও পারে। ঝড়ের মুখ ঘুরে যাচ্ছে ওড়িশা আর মেদিনীপুরের দিকে। কিন্তু প্রায় ৭০-৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে কলকাতা এলাকায়। কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা। বলা হয়েছে, আগামী ২৬ তারিখ কলকাতার উপর দিয়ে বয়ে যাবে ঘূর্ণিঝড় “যস “| রাজ্যে চলছে কোভিড টু লকডাউন। ব্যবসা – কাজকর্ম সব বন্ধ। এমন কঠিন পরিস্থিতিতে ময়দানের মসীহ হয়ে উঠলেন সিএবির সভাপতি অভিষেক ডালমিয়া। তাঁর উদ্যোগেই মঙ্গলবার (২৫ মে) বিকেল থেকে ২৮ মে (শুক্রবার) সকাল পর্যন্ত কলকাতা ময়দানের সকল মাঠকর্মীদের নিয়ে আসা হচ্ছে ইডেনে। গ্যালারির নিচে অস্থায়ী ক্যাম্পে এই তিনদিন তাঁদের খাবার এবং অন্যান্য সবকিছুর ব্যবস্থা করতে চলেছে সিএবি। নজির স্থাপন করতে এগিয়ে এলেন রাজ্য ক্রিকেট সংস্থার প্রধান কর্তা।