বহরমপুর: আইটিআই-সহ ডিপ্লোমাধারীদের পাশ করার পর চাকরির উদ্যোগ নিল রাজ্য সরকার। বুধবার বহরমপুরের এমআইটি কলেজে ‘জব ফেয়ার’ বা চাকরি মেলার আয়োজন করা হয়। সেখানে তিন জেলা মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ার আইটিআই-সহ ডিপ্লোমাধারীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কারিগরি শিক্ষা দফতরের মন্ত্রী ডঃ হুমায়ুন কবীর ছাড়াও উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সুব্রত সাহা, বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, তৃণমূল সাংসদ আবু তাহের খান-সহ অনেকে।
এই চাকরি মেলায় তিন জেলার ২ হাজার ৬০০ জন বেকার যুবকযুবতী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে রেজিস্ট্রেশন করেন ২ হাজার ৪০০ জন। এদের মধ্যে ২ হাজার ২০০ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে কারিগরি শিক্ষামন্ত্রী ডঃ হুমায়ুন কবীর বলেন, বিভিন্ন শিল্প সংস্থায় খোঁজ নিয়ে কত শূন্যপদ রয়েছে সেটা জানা হচ্ছে। এরপর ওই সমস্ত সংস্থাকে বিভিন্ন জেলায় হাজির করে নিয়োগপত্র দেওয়া হচ্ছে আইটিআই ও পলিটেকনিক-সহ ডিপ্লোমাধারীদের। প্রথম বছরে বেতন কম হলেও দ্বিতীয় বছর থেকে বেতন বৃদ্ধি হবে। ১৩ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে।
আরও পড়ুন: Anupam Hazra: অনুব্রতর দেহরক্ষীর গাড়ি দুর্ঘটনায় সিবিআই তদন্ত চাইলেন অনুপম হাজরা
মন্ত্রী জানান, উৎসুক যুবকযুবতীরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংস্থার নিয়োগপত্র পেয়েছেন। মুর্শিদাবাদে এদিন ১৫ টি সংস্থাকে নিয়ে আসা হয়েছে। ওই সমস্ত সংস্থা থেকে নিয়োগপত্র পাচ্ছেন মুর্শিদাবাদ সহ আরও দুই জেলার ছাত্রছাত্রীরা। ইতিমধ্যেই যাদবপুর, বারাসত, ঘাটাল, দুর্গাপুর সহ বিভিন্ন এলাকায় শিবির করে নিয়োগপত্র দেওয়া হয়েছে স্থানীয়দের। এরপর আরও সব জেলায় কর্মসংস্থানের ব্যবস্থা করবে রাজ্য সরকার।
এদিকে পাশ করার সঙ্গে সঙ্গেই নিয়োগপত্র পেয়ে খুশি হয়েছেন তিন জেলার ছাত্রছাত্রীরা। এত তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবেন সেই আশা করেননি অনেকেই। এদিন কয়েকজন ছাত্রছাত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দিয়ে মঞ্চে সংবর্ধনা দেওয়া হয়।