ছবি কথা বলে। কোনও ঘটনার আকস্মিকতায় যখন মানুষ ভাষা হারায়, তখন জয়-পরাজয়, আতঙ্ক, উল্লাস হাসি, কান্নার কথা ফুটে ওঠে এই ছবির মাধ্যমে। আজ ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে। প্রত্যেক বছর, ১৯শে অগস্ট বিশ্ব জুড়ে ছবি তোলা ও তার সঙ্গে জড়িয়ে থাকা মানুষের আবেগ, ভালোলাগা ও ভালবাসার উদযাপনের দিন। তাই সোশাল মিডিয়ায় ছবি তোলার হিড়িক হবে দেখার মতোই। আপনিও নিশ্চয় চাইবেন আপনার সেরা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে মোস্ট লাইকড ইনস্টাগ্রাম ফটোর দৌড়ে এগিয়ে যেতে। কিন্তু সে গুড়ে যে বালি৷ দৌড়ে এগিয়ে আছে মস্ত একটা ডিম।
আজ্ঞে হ্যাঁ, বাদামি রঙের আস্ত একটা মুরগির ডিম, ঝকঝকে পরিষ্কার। এই ছবিটিই এখনও পর্যন্ত ইনস্টাগ্রামের সর্বাধিক পছন্দের ছবি। পেয়েছে ৫৫ মিলিয়ন মানে সাড়ে পাঁচ কোটি লাইকস। ভাবা যায়!
আর এদিকে এই ডিমের থেকে পিছিয়ে পড়েছেন ইস্টাগ্রাম কাঁপানো কাইলি জেনার, লিওনেল মেসি, আরিয়ানা গ্রান্ড ও বিল্লি ইলিশের মতো তারকারা। এখনও পর্যন্ত এই মুরগির ডিমের রেকর্ড ছুঁতে পারেনি কেউই। তা ডিমের কীর্তি তো শুনলেন, এ বার দেখে নিন ইনস্টাগ্রামের মোস্ট লাইকড ১০টি ফটো।
১. এই ডিমের ছবি প্রথম পোস্ট করা হয় ইনস্টাগ্রাম হ্যান্ডেল ওয়ার্ল্ড রেকর্ড এগ-র তরফে(world_record_egg)। সঙ্গে ক্যাপশন, চলুন একটা ওয়ার্ল্ড রেকর্ড চাক্ষুষ করি ও ইনস্টাগ্রামের মোস্ট লাইকড পোস্ট হয়ে উঠুক এটি। ইতিমধ্যেই কাইলি জেনারের ১৮ মিলিয়ন লাইকের ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দিয়েছে এই পোস্ট! আমরা এটা করতে পেরেছি৷ এখনও পর্যন্ত এত্ত বেশি লাইক পাননি ইনস্টাগ্রামের কোনও তারকা।
View this post on Instagram
২. ডিমের রেকর্ড ভাঙতে না পারলেও তাঁর বিয়ের ছবি ২৬ মিলিয়ন লাইক পেয়ে আপাতত দ্বিতীয় মোস্ট লাইকড ইনস্টাগ্রাম ফোটো হয়েছে৷ অ্যামেরিকার পপ স্টার অ্যারিয়ানা গ্রান্ড (Ariana Grande) ও ড্যালটন গোমেজের (Dalton Gomez) বিয়ের ছবি।
View this post on Instagram
৩. ইহলোকে তিনি আর নেই। একটি ডাকাতিতে প্রাণ হারান আমেরিকার এই রাপার জাহশেহ ডয়েন রিকার্ডো অনফ্রয়। এই ছবিটি তাঁর মৃত্যু কিছুদিন আগের।
View this post on Instagram
৪. তাঁর রূপের ছটাতেও মুগ্ধ পপস্টার বিলি ইলিশের (Billie Ellish) গুণমুগ্ধরা। বিশেষ করে তাঁর ব্লন্ড লুকের এই ছবি কুঁড়িয়ে প্রচুর প্রশংসা। তাই চতুর্থ স্থানে তাঁর এই ছবি।
View this post on Instagram
৫. প্রথম তিনটি স্থান না-পেলেও পর পর দুটিতেই কিন্তু রয়েছে বিলি ইলিশের ছবি। এ বার ব্যক্তিগত নয়, খ্যাতনামা ফ্যাশন ম্যাগাজিন ভোগের কভার পিকচারে ভিক্টোরিয়ান লুকে বিলির ছবি মনোহরণ করেছেন ফ্যানেদের।
View this post on Instagram
৬. লিওনেল মেসির(Lionel Messi) হাতে কোপা আমেরিকার কাপ নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত! তাই বিলি ইলিশের পর এ বার ষষ্ঠ স্থানে রয়েছেন কোপা আমেরিকার কাপ জড়িয়ে খালি গায়ে মেসির এই ছবি।
View this post on Instagram
৭. পিএসজি-র (PSG) সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এই ছবিটি প্রথম পোস্ট করেছিলেন মেসি। শুধুমাত্র এক সপ্তাহে ২১ মিলিয়ন লাইক পেয়ে সপ্তম স্থানে এই ছবি।
View this post on Instagram
৮. আর বার্সেলোনার (Barcelona) হয়ে খেলবেন না মেসি। প্রথমে বিশ্বাসই করতে পারেননি ভক্তরা। হৃদয় বিদারিত এই সংবাদ যখন ভেজা চোখ বিশ্বকে জানাচ্ছেন মেসি, এই সেই মুহূর্ত। কিশোর অবস্থা থেকে আজকের লিওনেল মেসি খেলেছেন এই ক্লাবের হয়েই। মোস্টা লাইকড ছবির অষ্টম স্থানে এই ছবি।
View this post on Instagram
৯. ফুটবলের রাজপুত্রের স্মরণে এই ছবি শেয়ার করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Christiano Ronaldo)। বেশ কিছু সময় ধরে মোস্ট লাইকড স্পোর্টস ফটো ছিল এই ছবি।
View this post on Instagram
১০. গত বছর চ্যাডউইক বোজম্যানের (Chadwick Boseman) অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে আসে গোটা বিশ্বে। মাত্র ৪৩ বছর বয়সে কোলন ক্যানসার কেড়ে নেয় ব্ল্যাক প্যান্থারের (Black Panther) হিরোর প্রাণ। মোস্ট লাইকড ইস্টাগ্রাম ফোটোতে ১০ স্থানে রয়েছে হাসি মাখা বোজম্যানের এই সাদা কালো ছবি।
View this post on Instagram