কলকাতা: রাজ্যে নারী সুরক্ষা ব্যবস্থাকে আরও দৃঢ় করতে প্রতি জেলায় বিশেষ মহিলা ব্যাটালিয়ন (WB Women Police Battalion) তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কলকাতা পুলিশের উইনার্স বাহিনীর ধাঁচে গঠিত হবে এই মহিলা ব্যাটালিয়ন। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বাহিনী গঠনের সিদ্ধান্ত হয়। আত্মরক্ষার প্রশিক্ষণ আছে এরকম মহিলাদের নিয়ে এই বাহিনী গঠন করা হবে। প্রাথমিক ভাবে প্রায় সাড়ে চার হাজার মহিলাকে নিয়ে এই ব্যাটালিয়ন তৈরি হবে বলে সূত্রের খবর।
রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যজুড়ে ১৫০টি ব্যাটালিয়ন তৈরি করা হবে। প্রতি ব্যাটালিয়নে থাকবে ৩০ জন প্রশিক্ষিত মহিলা কর্মী। প্রতিটি কমিশনারেট এবং জেলা পুলিশের সদরে ১০টি করে মহিলা পুলিসের ইউনিট থাকবে বলে ঠিক করা হয়েছে।
ইভটিজিং, শ্লীলতাহানির মতো অপরাধ রুখতে ২০১৮ সালে কলকাতা পুলিসে মহিলাদের নিয়ে উইনার্স বাহিনী গঠন করা হয়। ওই বাহিনীর সাফল্য দেখে বিধাননগর, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটেও একই ধাঁচের মহিলা পুলিস বাহিনী গঠন করা হয়।
গত বছর ডিসেম্বর মাসে মালদহের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি কমিশনারেটে এবং জেলাতে এ ধরনের বাহিনী গঠনের কথা ঘোষণা করেন। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্তেই সিলমোহর দেওয়া হল। এছাড়াও এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী রমজান মাস, রামনবমী ও আসন্ন নববর্ষে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার উপর বিশেষ জোর দেন। তিনি পুলিস এবং সাধারণ মানুষকে সতর্ক থাকারও পরামর্শ দেন।
আরও পড়ুন: Halal: হালাল-নীতি নিয়ে পণ্য বয়কটের হিড়িক, রহস্যভেদে কলকাতা টিভি ডিজিটাল
নবান্ন সূত্রের খবর, এই বৈঠকে মুখ্যমন্ত্রী মন্ত্রীদেরও বিশেষভাবে সতর্ক থাকতে বলেন। তাঁর বক্তব্য, বিজেপি রাজ্যে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত চালিয়ে যাচ্ছে। সেই চক্রান্তে বা কোনওরকম প্ররোচনায় পা দেওয়া চলবে না। মন্ত্রী এবং বিধায়কদের এলাকায় নজরদারি চালানোরও নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কোথাও কোনওরকম গোলমালের আঁচ পেলেই যাতে সঙ্গে সঙ্গে পুলিস ব্যবস্থা নিতে পারে, সে কথাও জানান তিনি।