কলকাতা: ফের সংবাদের শিরোনামে উত্তরপ্রদেশের প্রতাপগড়। স্থানীয় সমাজবাদী পার্টির নেতা সভাপতি যাদব এবং তাঁর ভাই সুভাষ যাদব ধরা পড়লেন পুলিসের জালে। গত শনিবার শিয়ালদহ স্টেশনে দুই ভাইকে গ্রেফতার করে জিআরপি। উত্তরপ্রদেশ সরকার তাঁদের খোঁজ দিতে পারলে পাঁচ লাখ টাকা করে পুরস্কার দেবে বলে ঘোষণা করেছিল। দীর্ঘদিন ধরে এই যাদব ভাইয়েরা পুলিসের চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছিলেন। দুজনের বিরুদ্ধেই এক ডজনেরও বেশি অভিযোগ রয়েছে পুলিসের খাতায়।
জেলার পুলিস সুপার সতপাল আন্তিল জানান, এই দুইজনকে অনেকদিন ধরে খুঁজছিল উত্তরপ্রদেশের এসটিএফ। শনিবার শিয়ালদহ স্টেশন থেকে জিআরপির হাতে ধরা পড়েন ওই দুই ভাই। উত্তরপ্রদেশ পুলিস তাঁদের ট্রানজিট রিমান্ডে প্রতাপগড়ে নিয়ে যেতে চেয়েছে।
আরও পড়ুন: Calcutta High Court: সাঁকরাইলে তৃণমূল নেতা খুন, হাওড়ার সিপির রিপোর্ট চাইল আদালত
শিয়ালদহ জিআরপি জানায়, প্রতারণার মামলায় ওই দুজনকে তিনদিন আগে জিআরপি গ্রেফতার করে। উত্তরপ্রদেশে তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। উত্তরপ্রদেশ পুলিস গোপন সূত্রে জানতে পারে, দুই ভাই ট্রেনে কলকাতার দিকে রওনা দিয়েছেন। পুলিস হাওড়া এবং শিয়ালদহ জিআরপিকে সতর্ক করে দেয়। শেষে শিয়ালদহ জিআরপি ট্রেন থেকে নামতেই দুজনকে গ্রেফতার করে।