নদিয়া : কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে ভুয়ো অ্যাকাউন্ট। আর সেখান থেকেই সহকর্মী অধ্যাপকদের একের পর এক ই-মেল। ঘটনা নজরে আসতেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেছেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছেন রেজিস্ট্রার প্রফেসর দেবাংশু রায়। কী রয়েছে বি়জ্ঞপ্তিতে?
আরও পড়ুন : করোনার অজুহাতে মেরে ফেলা হল ২০০ র বেশি সারসকে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানস কুমার সান্যালের নানে একটি ভুয়ো মেল আইডি তৈরি করা হয়েছে। সেখানে থেকে অনেক অধ্যাপককেই কোনও অসাধু উদ্দেশ্যে মেল পাঠানো হয়েছে। এই কাজকে সাইবার অপরাধ বলে গণ্য করা হচ্ছে। এর জন্য জরুরি আইনি পদক্ষেপও করা হচ্ছে।’ ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ করেছে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, ‘সবাইকে অনুরোধ করা হচ্ছে উপাচার্যর অফিশিয়াল মেল ছাড়া অন্য কোনও মেলের জবাব দেবেন না। উপাচার্যর অনুমতি সাপেক্ষে এই বিজ্ঞপ্তি দেওয়া হল।’
আরও পড়ুন : বিশ্বের সেরা ৩০০ তে খড়গপুর আইআইটি
কারা রয়েছে এই অপরাধের পিছনে? কল্যাণী বিশ্ব বিদ্যালয়ের উপাচার্যের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে কে বা কারা, ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মেল করছে? এর মধ্যে কয়েকজন অধ্যাপককে দেখা করার জন্য বলা হয়। সেই মেলের উত্তর পাঠালে শপিং সাইট থেকে কিছু জিনিসপত্র কেনার জন্য বলা হচ্ছে। বিষয়টি নজরে আসে বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষর। এরপর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর দেবাংশু রায় কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন।
বিষয়টির তদন্ত করছে কল্যাণী থানার পুলিশ।