ওয়েব ডেস্ক: অপারেশন সিঁদুরের নাম ও লোগো এখন স্যোসাল মিডিয়ায় ভাইরাল। তবে এই লোগোর নেপথ্যে কে বা কারা রয়েছেন? তা নিয়ে একাধিক প্রশ্নের পর অপেক্ষার অবসান। এই অপারেশনের নাম ঠিক করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে লোগোর ডিজাইন করেছেন দুই সেনা আধিকারিক, লেফটেন্যান্ট কর্নেল হর্ষ গুপ্ত এবং হাবিলদার সুরিন্দর সিং। এতদিন অনান্য অপারেশনের নাম দেওয়া হয়েছে সাধারণত সেনার সঙ্গে সম্পর্ক রেখে। তবে এই প্রথম হিন্দুদের ধর্মাচরনের সঙ্গে মিলিয়ে করা হয়েছে অপারেশনের নাম।
২২ এপ্রিল পহেলগামে হামার প্রতিশোধ নিতেই ভারতে অপারেশন সিঁদুর। ৭ মে মধ্যরাতে ২২ মিনিটের অপারেশন সিঁদুর পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গিয়েছে ‘অপারেশন সিঁদুর’ নাম ও লোগো। এই লোগোর নকশায় দেখা গিয়েছে, ‘O’ অক্ষরটি লাল সিঁদুরের কৌটোর মত এবং চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সিঁদুর, সেই ছবি তুলে ধরা হয়েছে। বাকি অংশটি সাদা-কালোর কম্বিনেশনে তৈরি। তবে এই অপারেশনের পরই জানা গিয়েছিল, ‘অপারেশন সিঁদুর’-এর নাম বেছে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই লোগোটি তিনি বানাননি। কোনও পেশাদার সংস্থাকে দিয়েও বানানো হয়নি। অপারেশন সিঁদুরের লোগো আসলে সেনারই দুই আধিকারিক তৈরি করেছেন। লোগোটির ডিজাইন করেছেন লেফটেন্যান্ট কর্নেল হর্ষ গুপ্ত এবং হাবিলদার সুরিন্দর সিং। সেনার দপ্তরে বসেই তৈরি হয়েছে ওই লোগো।
আরও পড়ুন: “সিঁদুর সস্তা নয়, হাত দিলে রক্ত ঝরবে,” পাকিস্তানকে কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর
গত 22 এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় নিরীহ পর্যটকদের উপর হামলা চালায় পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা৷ নৃশংস সেই ঘটনার জবাবে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গিঘাঁটি বেছে বেছে ধুলিস্যাৎ করে দেয় ভারত৷ গত ৭ মে মধ্যরাতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। এরপরই প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে বলেছিলেন, হিন্দু মহিলাদের সিঁদুর মুছে ফেলেছিল পাকিস্তান, সেই ঘটনারই যোগ্য জবাব দিল ভারত। অপারেশন সিঁদুরের পর থেকে একদিকে যেমন গোটা দেশ গর্বিত, তেমনই বারবার কিন্তু প্রশংসা উঠে এসেছে এই অপারেশন সিঁদুরের নাম ও লোগো নিয়েও। দিনদুয়েক আগেও মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছিলেন, অপারেশন সিঁদুর ভারতের সাহসিকতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক ভারতবাসী জঙ্গিদের বিরুদ্ধে লড়াইকে নিজেদের জীবনের অংশ হিসাবে দেখতে শুরু করেছেন। এই সাহস, এই জয় সবকিছুর পেছনে অবশ্যই রয়েছে এই লোগোর নিখুঁত কৃতিত্ব।
দেখুন অন্য খবর