কলকাতা: আগামী তিন-চার দিন উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টিপাত। হাওয়া অফিসের তরফে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে যখন বৃষ্টিপাত হচ্ছে, সেই সময় গুমোট গরম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তিও।
কয়েকদিন ধরেই কলকাতার আকাশের মুখ ভার। রোদের তীব্রতা না থাকলেও ভ্যাপসা গরমে নাজেহাল কলকাতাবাসী। গত ২৪ ঘন্টায় কলকাতায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা হয়নি। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক ৮৭ শতাংশ এবং সর্বনিম্ন ৫৮ শতাংশ।
আরও পড়ুন: JP Nadda: মঙ্গলবার রাজ্যে আসছেন নাড্ডা, সংগঠনকে মজবুত করতে কী বার্তা, নজর সেদিকেই
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গল ও বুধবার বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দু-তিন দিনে তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। পশ্চিমের জেলাগুলিতে গরম একটু বেশি হবে। বুধবার পর্যন্ত ঝাড়খণ্ড-ওডিশা সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের প্রভাব পড়তে পারে।