কলকাতা: গরমে নাজেহাল রাজ্যবাসী। এরই মাঝে আগামী কয়েকদিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবার আংশিক মেঘলা থাকবে আকাশ। উত্তরের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে পূর্বাভাস হাওয়া অফিসের। অন্যদিকে, দক্ষিণ বঙ্গের দু-একটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে আরও বাড়বে তাপমাত্রা বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন কোনও বৃষ্টির সম্ভবনা নেই। বেশকিছু জেলায় বাড়তে পারে তাপমাত্রা। কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামী ১৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আগামী ৩১ মার্চের পর থেকে তাপমাত্রার পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি।পশ্চিমের চার জেলা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সর্তকতা।এখন কোনও নতুন সিস্টেম নেই। ফলে দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির কোনও সম্ভবানা নেই।
কলকাতার আকাশ এদিন আংশিক মেঘলা থাকবে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.০৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.০৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আদ্রোতার পরিমাণ ৮৮ শতাংশ।
তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বেশকিছু জেলায় বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।