কলকাতা: আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতায় ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। মাঝারি থেকে ভারী বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দুর্ঘটনা থেকে বাঁচতে ঝড়ের সময়ে বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠকে এমনই ঘোষণা করে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
আরও পড়ুন: Mamata Banerjee: বাতি জ্বালিয়ে রাস্তা বন্ধ করে যাবেন না, পুলিস কর্তাদের বার্তা মমতার
বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী দু’-তিন দিন ধীরে ধীরে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়ার বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।