কলকাতা: গরমে নাজেহাল রাজ্যবাসী। এরই মাঝে আগামী কয়েকদিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে কিছু জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। মেঘলা থাকার কারণে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.০৬ শতাংশ। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাজ্ঞা থাকবে ২৬.০৯ শতাংশ। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। তবে আগামী কয়েকদিন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
যদিও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। দক্ষিণবহ্গের বেশকিছু জেলাতে বেলা বাড়তেই রোদের দাপট বজায় থাকবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করায় ভ্যাপসা গরমের জেরে অস্বস্তি আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়াতে হালকা বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশকিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝীরি বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে।