দক্ষিণ ২৪ পরগনা: জমি সংক্রান্ত বিষয়ে একটি মামলা করেন সোনারপুরের এক বাসিন্দা। অভিযোগ, সেই মামলা তুলে নেওয়ার হুমকি দেন স্থানীয় এক তৃণমূল নেতা। তিন দিনের মধ্যে জমিজমা সংক্রান্ত মামলা না তুললে বাড়িতে এসে গুলি করে মারার হুমকি স্থানীয় তৃণমূল নেতা পার্থ মণ্ডলের বিরুদ্ধে। এই ঘটনায় ফের শাসকদলের দাদগিরি প্রকাশ্যে উঠে এল। সোনারপুর থানায় এফআইআর দায়ের করেন অভিযোগকারী ওই মহিলা।
সোনারপুরের বাসিন্দা মনিকা মজুমদার। তাঁর অভিযোগ, পৈতৃক এক জমি নিয়ে আদালতে মামলা চলছে। তিনি ওই জমি বিক্রিও করেননি। অথচ সেখানেই বেআইনিভাবে নির্মাণ কাজ চলছে। এই ঘটনার বিচার চেয়ে আদালতের দারস্থ হন তিনি। আর এখানেই গণ্ডগোল। কেন আদলতে গিয়েছেন মনিকা? প্রতিনিয়ত এই প্রশ্নের সামনে পড়তে হচ্ছে তাঁকে। দ্রুত মামলা তুলতে তাঁকে চাপ দেওয়া হচ্ছে। এমনকী বাড়িতে গিয়ে একাধিকবার হুমকি, অশ্লীল ভাষায় গালাগালি দেওয়ার পাশাপাশি গুলি করে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এ ব্যাপারে অবশ্য মুখ খুলতে চাননি ওই তৃণমূল নেতা। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাইরে আছেন বলে জানান।
আরও পড়ুন: Bally Fire: অত্যধিক এসির চাপে মাঝ রাতে আবাসনের মিটার বক্সে আগুন, ফ্ল্যাটবন্দি আবাসিকরা
মনিকার ছেলে ও মেয়ে দুজনেই কর্মসুত্রে ভিনরাজ্যে থাকেন। বাড়িতে একাই থাকেন তিনি। এই ঘটনার জেরে তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন বলেও জানান। এই বিষয় নিয়ে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলী মৈত্র বলেন, আইন আইনের পথে চলবে। আক্রান্ত মহিলার সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি তাঁর পাশে আছে বলেও জানান।