নয়াদিল্লি: সংসদের শীতকালীন অধিবেশন (Winter Season in Parliament) শুরু হতেই নজর কাড়লেন কংগ্রেস (Congress) সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রেণুকা চৌধুরী (Renuka Chowdhury)। গাড়ি থেকে নামতেই দেখা গেল তাঁর ছোট আকারের পোষ্য কুকুরটিকে। মুহূর্তে ক্যামেরার ঝলকানি। তারপরই রেণুকার বিস্ফোরক মন্তব্য, আর তাতেই উত্তেজনা সংসদ চত্বরে।
প্রশ্ন উঠছে, কেন সংসদে পোষ্য নিয়ে এলেন তিনি? রেণুকার জবাব, “এটা খুবই ছোট, নিরীহ প্রাণী। কাউকেই কামড়াবে না।” পরক্ষণেই তাঁর কটাক্ষ, “কামড়ানো যদি কারও ভয় থাকে, সেটা কুকুর নয়। যারা কামড়ায়, তাঁরা সংসদের ভিতরেই আছেন।” নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ অগ্রাহ্য করে রেণুকার আরও বক্তব্য, “কোন নিরাপত্তা উদ্বেগ? কুকুর ঢুকলে সমস্যা কোথায়? অনুমতি দেওয়া হোক—আমরা আর কী বলব!”
আরও পড়ুন: নন্দীগ্রামের ঘটনায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের!
Parliament’s visitors’ galleries have been blessed by a rather special guest, Congress MP Renuka Chowdhury’s pet dog 🐶 #ParliamentWinterSession pic.twitter.com/xl04bjyb3J
— Atishay Jain (@AtishayyJain96) December 1, 2025
বিপাকে পড়তে সময় নেয়নি রাজনীতির অপর প্রান্ত। বিজেপি তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সাংসদদের জন্য থাকা সুবিধার অপব্যবহার করেছেন রেণুকা। বিজেপি সাংসদ জগদম্বিকা পাল বলেন, “বিশেষ সুবিধা মানে এই নয় যে নিয়ম ভেঙে সংসদে পোষা প্রাণী আনা যাবে। কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”
উল্লেখ্য, ইতিমধ্যেই ১৯ দিনের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। একগুচ্ছ বিল আনতে চলেছে কেন্দ্র। সোমবার থেকেই শুরু হয়েছে শীতকালীন অধিবেশন, চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে মোট ১৫টি অধিবেশন অনুষ্ঠিত হবে। সরকার পক্ষ থেকে যে ১৩টি নতুন বিল পেশ করা হবে বলে জানা গিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য,
এ ছাড়া বিরোধী দলগুলি এসআইআর নিয়ে বিতর্ক, অর্থনৈতিক বৈষম্য, দিল্লি বিস্ফোরণ, দূষণ, এবং বিদেশনীতি-সহ একাধিক ইস্যু তুলতে প্রস্তুত। বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আলোচনাও হতে পারে বলে সংসদ সূত্রে খবর।
দেখুন আরও খবর: