জাতীয় দলের মেয়েরা উবের কাপের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিল। এবার পুরুষদের থমাস কাপে সেই কোয়ার্টার ফাইনালে হেরেই বিদায় নিতে হল ভারতকে। ব্যাডমিন্টন দল ডেনমার্কের কাছে ১-৩ ম্যাচে হেরে গেল। শেষ আটেই আটকে গেল দৌড়।
আরও পড়ুন: Uber Cup: কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে হেরে বিদায় ভারতের
ভারতীয় দলের একটি ম্যাচেই জয় মিলল। তা ডবলসে। সেই চিরাগ শেট্টি-সাত্বিকসাইরাজ জুটি জয় পেল। বাকি সকলে হার মেনে নিল। ফলে ১১ বছর পর থমাস কাপের শেষ আটে পৌঁছে লাভ কিছুই হল না।
ভারতের সেরা সিঙ্গলস প্লেয়ার কিদাম্বি শ্রীকান্ত ওয়ার্ল্ড নম্বর দুই আর অলিম্পিক্স চ্যাম্পিয়ন ভিক্টর অক্সেলসেনের কাছে মাত্র ৩৮ মিনিটের লড়াইয়ে হেরে যান (১২-২১, ১৩-২১)।
https://twitter.com/SportzFirst/status/1449242995199406081?t=S5NRgCBvc-48DyDyqRfacg&s=19
বরঞ্চ ভারতের পয়লা নম্বর ডবলস জুটি শেট্টি আর রানকিরেড্ডি ( যাঁদের ওয়ার্ল্ড রাঙ্কিং ১০) দ্বিতীয় ম্যাচটি জিতে লড়াইয়ে ফিরিয়ে আনেন। তাঁরা হারান বিপক্ষের কিম অস্ট্রুপ – অ্যান্ডারস রসমুসেনকে। ২১-১৫ পয়েন্টে প্রথম সেট জেতার পর ডেনমার্ক জুটি ১৭-২১ পয়েন্টে পরের সেটটি ছিনিয়ে নেন। এক ঘন্টা ১২ মিনিটের এই লড়াইয়ে শেষ হাসি হাসেন ভারতীয় জুটি। শেষ সেট আর ম্যাচ জিতে নেয় ভারত ২১-১৮ পয়েন্টে।
এর আগে মেয়েদের দল, কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে হেরে বিদায় নিয়েছিলেন টুর্নামেন্ট থেকে।
ছবি: সৌ- টুইটার