দিল্লি: আগামী ২৩ জুলাই থেকে শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক। চলবে ৮ অগাস্ট পর্যন্ত। এই বছর ১১৮ জন ভারতীয় অ্যাথলিট দেশের হয়ে টোকিও অলিম্পিকে খেলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অলিম্পিকের এই অ্যাথলিটদের #Cheer4India মাধ্যমে উৎসাহ বার্তা দিলেন। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৩ জুলাই বিকাল ৫ টায় টোকিও অলিম্পিকের অ্যাথলিট সঙ্গে ভার্চুয়ালি কথাও বলবেন।
গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক। তবে, করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছিল। এক বছর পর অলিম্পিক অনুষ্ঠিত হলেও বিশ্বের অন্যতম এই মেগা স্পোর্টস ইভেন্ট এবার দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে৷ কারণ অতিমারির ভয়াবহতা মোকাবিলা করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং জাপান৷
২০১৬ এর রিও অলিম্পিকে ১১৭ জন ভারতীয় অ্যাথলিট পৌঁছেছিলেন। তবে, সেই বছর ২০১২ সালের লন্ডন গেমসের মত ভালো ফলাফল হয়নি। এবার ভারতীয় অ্যাথলিটরা টোকিও অলিম্পিকে লন্ডনের থেকেও ভালো ফলাফলের আশা করছেন। সেই কারণেই গত ২৭ জুন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু একটি ক্যাম্পেন শুরু করেছিলেন, যার নাম ‘চিয়ার ফর ইন্ডিয়া’। এই ক্যাম্পেনের মাধ্যমে, ‘টোকিও অলিম্পিকে অংশ নিতে চলা ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানানো হচ্ছে। #Cheer4India র মাধ্যমে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ভারতীয় অ্যাথলিটদের উৎসাহ দিলেন। এছাড়া তিনি আসন্ন এই অলিম্পিকের জন্যে ভারতীয় দলকে সমর্থন করার জন্য বলেছেন সকলকে। এই ক্যাম্পেনে ইতিমধ্যেই যোগ দিয়েছে বিসিসিআই (BCCI)|