ওয়েব ডেস্ক: ‘কমেডি কিং’ বললেই প্রথমে মাথায় আসে অভিনেতা কপিল শর্মার (Kapil Sharma) কথা। বলিপাড়ার নামজাদা তারক তারকাদের (Bollywood Celebrities) নিয়ে টেলিভিশনের পর্দায় গপ্পের ঠেক বসান শর্মা জি। আর এবার ভোজন রসিকদের (Foody) জন্য এক গপ্পের ঠেক তৈরি করে দিলেন তিনি। বিলিতি খাবার আর জমিয়ে আড্ডা দেওয়ার জন্য কানাডার বুকে ঝা চকচকে ক্যাফে খুলেছেন শর্মা জি ও তাঁর স্ত্রী। কপিলের নামের সঙ্গে মিলিয়ে নাম রাখা হয়েছে ‘কাপস ক্যাফে’ (Kap’s Cafe)। পিঙ্ক কালার ও রকমারি আসবাবপত্রে সেজে উঠেছে ক্যাফেটি। এই রঙিন ক্যাফেতে মেনুও কিন্তু বেশ লোভনীয়। কী কী খাবার পাবেন ভোজনরসিকরা?
সকাল সকাল যে সকল ফুডিরা (Food Lover) ক্যাফেতে (Cafe) হাজির হবেন তাঁদের জন্য মেনু সাজিয়ে তোলা হবে প্যানকেক (Pancake), গ্রানোলা ও দই (Curd Granola), ওয়াফেলস (Waffles), ফোকাসিয়া স্যান্ডউইচ (Sandwitch), ফ্রেঞ্চ টোস্ট (French Toast) ও অ্যাভোকাডো টোস্ট (Avocado Toast) পরিবেশন করে।
আরও পড়ুন:পর্দায় আসছে এক সাধকের জীবনের অধ্যায়, হয়ে গেল ছবির শুভ মহরত
কোন খাবারের কী দাম?
প্যানকেকের (Pancake) ভারতীয় মুদ্রায় প্রায় ৮১৭ টাকা। গ্রানোলা ও দইয়ের (Curd Granola) দাম প্রায় ৭৮৬ টাকা। স্যান্ডউইচের ও ওয়াফেলসের (Waffles) দাম প্রায় ৮১৭ টাকা। ফোকাসিয়া স্যান্ডউইচের দাম প্রায় ৮৪৯ টাকা। ফ্রেঞ্চ টোস্ট (French Toast) পাওয়া যাবে ৮৪৯ টাকায়, অ্যাভোকাডো টোস্ট (Avocado Toast) মিলবে প্রায় ৮৮০ টাকায়।
নুস্প্যাগেটি আলিও-ও লিও পাওয়া যাচ্ছে ১১৩২ টাকায়। শেজওয়ান নুডলস এবং ক্লাসিক পেনে পাস্তাও মিলছে একই দামে। দেশি পাস্তা পাওয়া যাচ্ছে ১০৬৯ টাকায়। প্রিটি পিঙ্ক স্প্যাগেটি পাওয়া যাচ্ছে ১১৩২ টাকায়। স্মুদির তালিকায় রয়েছে বেরিলিসিয়াস স্মুদি, ট্রপিক্যাল ব্লাশ স্মুদি। এগুলির দাম প্রায় ১০৩৭ টাকা।
পেটুকদের পকেটের কথা মাথায় রেখে রাখা হয়েছে মিলও। তোফু-র মিল পাওয়া যাবে ১০০৬.৩৩ টাকায়। ডাল ও সুপারফুড বোলের দাম ১০০৬.৩৩ টাকা। কুইনোয়া বোল মিলবে ১০৬৯.২২ টাকায়। মেক্সিকান বলস, গ্রিক বলস ও বুরিটো ব্লিস বোলের দাম ১০৬৯.২২ টাকায়। তবে এইসকল খাবার ভারতের মানুষের কাছে আকাশ ছোঁয়াই বটে। কারণ সব খাবারের দামই ৭০০ টাকার উপরে।
দেখুন অন্য খবর